ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি স্বস্তিকাকে!

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হবে―এমন হুমকি পেয়েছেন স্বস্তিকা! প্রযোজনা সংস্থার হাতে হেনস্তার শিকার টলিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়! এমনই অভিযোগে সরগরম টলিউড। প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ইম্পার কাছেও অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।

পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ‘শিবপুর’ ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা। এই ছবিরই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নায়িকার, তাকে নাকি সরাসরি হুমকি দেওয়া হয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের সূত্রের খবর, গোটা বিষয় নিয়ে ইতিমধ্যে পুলিশ অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। অন্যদিকে ইম্পাতেও (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। 

অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকারের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। গত বছর এই ছবির শুটিং সেরেছিলেন স্বস্তিকা। আগামী মে মাসে মুক্তি পাওয়ার কথা ছবিটি। পরিচালক অরিন্দম ভট্টাচার্য টলিপাড়ার পরিচিত মুখ। তিনি এ ব্যাপারে জানিয়েছেন, ‘যেকোনো কাজে সৃজনশীল মতবিরোধ হতেই পারে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। বাইরে থেকে আমার কোনো মন্তব্য করা উচিত নয়।’ কোনো পক্ষ নিয়েই মন্তব্য করা থেকে বিরতই থাকলেন পরিচালক। টলিপাড়ার অন্দরের একটা অংশের অভিযোগ পরিচালকের ‘প্ররোচনা’তেই প্রযোজকের বিরুদ্ধে এমন অভিযোগ স্বস্তিকার। যদিও পুরোটাই রটনা বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক। তিনি স্পষ্ট জানান, নেতিবাচক প্রচারে বিশ্বাসী নন তিনি। গোটা বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি স্বস্তিকা। 

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অজন্তা সিং রায়ের সংস্থার মুখপাত্র স্পষ্ট বলেন, ‘অভিযোগের সত্যি-মিথ্যা নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাই না। তবে আমাদের কাছে যাবতীয় তথ্য-প্রমাণ রয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ সংস্থার আইনজীবী শৌভিক বসু ঠাকুর সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে জানান, তার মক্কেল নির্দোষ। তবে কেউ যদি ভুল কিছু করে থাকেন, তাহলে তার মক্কেল সেটাকে সমর্থন করেন না, পাশাপাশি তারা অভিনেত্রীর পাশে রয়েছেন।

আশির দশকের হাওড়ার শিবপুর অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি থ্রিলারধর্মী ছবি ‘শিবপুর’। এই ছবিতে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাওয়ার কথা স্বস্তিকা-পরমব্রতকে। এ ছাড়াও ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্করের মতো দাপুটে অভিনেতারা। যাবতীয় বিতর্ক পেরিয়ে নির্দিষ্ট দিনে যাতে ছবি মুক্তি পায়, সেটাই চাইছেন পরিচালক। অন্যদিকে গোটা বিষয় নিয়ে ইম্পা কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেও তাকিয়ে টলিউড।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

LEAVE A REPLY