আকাঙ্ক্ষা দুবে
ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যু ঘিরে রহস্যের দানা বাঁধছে। গত ২৬ মার্চ বারাণসীর হোটলরুম থেকে উদ্ধার হয় অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত দেহ। সিনেমার শুটিংয়ে বারাণসী হাজির হয়েছিলেন আকাঙ্ক্ষা। তার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ইন্ডাস্ট্রিতে। এর মাঝেই সামনে এলো নায়িকার মৃত্যুর কয়েক ঘণ্টা আগের সিসিটিভি ফুটেজ।
পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন আকাঙ্ক্ষা। কিন্তু ক্যারিয়ারের শীর্ষে থেকে কেন এমন সিদ্ধান্ত নেবেন অভিনেত্রী? বিশ্বাসই হচ্ছে না ভক্তদের। এর মাঝেই হোটেলের যে সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে সেখানে এক রহস্যময় ব্যক্তির সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে। ফুটেজে দেখা যায় লিফট নয়, হোটেলের সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন নায়িকা। এরপর ওই ব্যক্তির হাতে আকাঙ্ক্ষার ব্যাগ দেখা যায়, সেখান থেকে চাবি খুঁজছিলেন অভিনেত্রী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম সন্দীপ সিং। আকাঙ্ক্ষাকে হোটেলরুমে শুধু ছাড়তেই আসেননি সন্দীপ, মিনিট ১৫-২০ সময়ও কাটান তিনি। সেই বন্ধ দরজার পেছনে কী ঘটেছিল? সেই রহস্যজট সমাধানে পুলিশ।
প্রসঙ্গত, সেই সময় এক বার্থ ডে পার্টিতে যোগ দিয়ে হোটেলরুমে ফিরছিলেন আকাঙ্ক্ষা।
রাত দেড়টার কিছু সময় পর হোটেলের বাইরে আসেন সন্দীপ। এরপর ইনস্টাগ্রাম লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন। যদিও কেন কাঁদছিলেন আকাঙ্ক্ষা তা রহস্যই রয়ে গেছে। সন্দীপ সিংই জীবিত অবস্থায় শেষবার আকাঙ্ক্ষাকে দেখেন। পরদিন সকালে শুটিংয়ের জন্য তৈরি হতে নায়িকাকে ডাক দিতে যান মেকআপ আর্টিস্ট। অনেক হাঁকডাকের পরও সাড়াশব্দ না মিললে ‘মাস্টার কি’ দিয়ে খোলা হয় হোটেলরুমের দরজা, তখনই নায়িকার লাশ উদ্ধার হয়।
ভোজপুরী গায়ক-অভিনেতা সমর সিংয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন আকাঙ্ক্ষা। সমরের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেত্রীর মা। আকাঙ্ক্ষার পরিবারের অভিযোগ, সমর তাদের মেয়ের থেকে পাঁচ কোটি টাকা ধার নিয়েছিলেন, কিন্তু ফেরত চাইলে মিলছিল হুমকি। এ বিষয় নিয়ে ইতিমধ্যে পুলিশি জেরার মুখে পড়েছেন সমর সিং।
খুব অল্প বয়সেই ক্যারিয়ারে সাফল্যের মুখ দেখেছিলেন আকাঙ্ক্ষা। তবে ২০১৭ সাল নাগাদ মানসিক অবসাদের শিকার হন তিনি, তবে ধীরে ধীরে সেই অবসাদ কাটিয়ে উঠে কাজে ফেরেন। কী কারণে এই মৃত্যু? সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
সদ্যই ‘মিট্টি’ সিনেমার শুটিং শেষ করেছিলেন আকাঙ্ক্ষা। তার হাতে ছিল বেশ কয়েকটি প্রজেক্ট। ২৬ বছরেই নিজের পরিচিতি গড়ে তুলতে সফল হয়েছিলেন অভিনেত্রী। ‘বীরোঁ কে বীর’ এবং ‘কসম প্যায়দা করনেওয়ালে কি-২’-র মতো হিট ভোজপুরী সিনেমাতে অভিনয় করেছেন আকাঙ্ক্ষা।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা