‘বাবার কারণেই বড় গায়ক হতে পারিনি’, মন্তব্য কুমার শানুর ছেলের

জয় শানু ও কুমার শানু

‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’, ‘তেরে দার পার সানাম’ থেকে শুরু করে ‘দিল তো পাগল হ্যায়’- একের পর এক রোমান্টিক মাস্টারপিস গানের সৌজন্যে এখনও শ্রোতাদের মনে উজ্জ্বল কুমার শানু। তবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে রয়েছে একাধিক গুঞ্জণ। গায়কের বিরুদ্ধে আগেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন তার ছেলে জান কুমার শানু। ফের বাবার সম্পর্কে তাকে বলতে শোনা গেল, কুমার শানুর অসহযোগিতার কারণেই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে পারেননি তিনি। 

সম্প্রতি এন্টারটেনমেন্ট টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জান বলেন, “বাবা (কুমার শানু) সাহায্য করলে তিনি আজ ইন্ডাস্ট্রির বড় নাম হতে পারতেন। বাবার কারণেই বড় গায়ক হতে পারেননি তিনি।” যদিও এ প্রসঙ্গে তার স্পষ্ট কথা, বাবার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই- দাবিও নেই বাবার কাছ থেকে। সম্পূর্ণ ভরসা রয়েছে ভগবানের উপর।

জান সহ কুমার শানুর তিন ছেলের কেউই সেভাবে সাফল্য পাননি ইন্ডাস্ট্রিতে। ২০২০ সালে সালমান খানের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসে অংশ নেওয়ার পর কিছুটা হলেও পরিচিতি লাভ করেছেন জান শানু। তবে ছেলে জানের কুমার শানুর প্রতি নানা ক্ষোভ থাকলেও, কুমার শানুর মেয়ে শ্যানন কিন্তু একেবারে তৈরি বলিউডের পর্দা কাঁপাতে। মুক্তি পেয়েছে শ্যাননের প্রথম চলচ্চিত্র ‘চাল জিন্দেগি’র ট্রেলার।

সূত্র : সংবাদ প্রতিদিন

LEAVE A REPLY