প্রতীকী ছবি
কসোভোতে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে একটি বিস্ফোরক যন্ত্র নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে মিত্রোভিকা জেলায় এ ঘটনা ঘটে। রবিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ইভো লোলা রিবার রাস্তায় রাত প্রায় ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তদন্তকারীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ঘটে যাওয়া ঘটনার তদন্ত শুরু করেন।
হামলার শিকার কর্মকর্তাদের অবস্থা উল্লেখ না করা হলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রসিকিউটররা একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।
উত্তর কসোভোতে ২৩ এপ্রিল নির্ধারিত স্থানীয় নির্বাচনের আগে উত্তেজনা বেড়েছে, যা গত বছর বিলম্বিত হয়েছিল। কসোভো প্রধানত আলবেনিয়ান অধ্যুষিত, ১৯৯৯ সালে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয় এবং ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু সার্বিয়া এই স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি এবং সাবেক প্রদেশটিকে তার ভূখণ্ডের অংশ হিসেবে দেখে।
সূত্র : আনাদোলু এজেন্সি