পিয়ানো বাজিয়ে এক শতাব্দী পার

মা-বাবার অনিচ্ছা সত্ত্বেও মাত্র পাঁচ বছর বয়সে পিয়ানো বাজানো শুরু করেন ফ্রান্সের কোলেট মেজ। এরপর আর পেছনে ফিরে তাকাননি। পিয়ানো বাজিয়ে কাটিয়ে দিয়েছেন ১০০ বছরেরও বেশি সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০৮ বছর বয়সী এই পিয়ানো বাদকের সুরের জাদুতে মূর্ছা যান হাজারো অনুসারী।

১৯১৪ সালের জুনে জন্ম নেওয়া কোলেট মেজ দৈনিক চার ঘণ্টা সংগীত চর্চা করেন। বর্তমানে প্যারিস শহরের সেইন নদীর পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্টে থাকেন। তাঁর সপ্তম অ্যালবাম ‘হানড্রেড অ্যান্ড এইট ইয়ারস অব পিয়ানো’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

মেজ বলেন, ‘আমি? আমি তরুণী। বয়স নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই। কিছু মানুষ আছে যারা চিরতরুণ, তারা কোনো কিছুর পরোয়া করে না, কাউকে ভালোবাসে না, এমনকি নিজের সঙ্গীকেও না। কল্পনা করতে পারেন?’ জীবনের বেশির ভাগ সময় পিয়ানো শিক্ষক হিসেবে কাটিয়েছেন মেজ। বয়স ১০০ হওয়ার পর উল্লেখযোগ্য অনুসারী জুটেছে তাঁর। আর কৃতিত্বটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহূত জার্মান সেনাবাহিনীর বিশাল কামান ‘বিগ বার্থার’ সুর এখনো তাঁর মনে গেঁথে আছে। তাঁর বেশির ভাগ স্মৃতিই পিয়ানোকে ঘিরে। তিনি বলেন, ‘শৈশবে আমি হাঁপানিতে ভুগতাম। সে সময় পিয়ানো শিক্ষকের সঙ্গে বেহালা বাজিয়ে আমাকে শান্ত রাখতেন আমার মা।’ সূত্র : এএফপি

টপিক

LEAVE A REPLY