ছবি : মীর ফরিদ
দল যখন প্রবল চাপের মুখে, তখন উইকেটে এসেই মারমুখী মেজাজে ধরা দেন অধিনায়ক সাকিব আল হাসান। সেই মেজাজ ধরেও রাখেন। মুশফিকের সঙ্গে তার জুটি জমে যায়। ২৩.৪ ওভারে এক শ ছাড়ায় দলীয় স্কোর। বেন হোয়াইটকে পরপর দুটি বাউন্ডারি মেরে ৪৫ বলে ক্যারিয়ারের ৩১ নম্বর ফিফটি তুলে নেন সাকিব। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১২৮ রান। সাকিব ৫৬ বলে ৫৯* আর মুশফিক ৪৮ বলে ২৬* রানে ব্যাট করছেন।
২ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। গতকাল শেষ বলে তামিম ইকবাল আউট হওয়ায় আজ নতুন ব্যাটার হিসেবে মাঠে নামেন মুশফিকুর রহিম। দিনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান মুমিনুল হক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ রান করে মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হয়ে যান। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। উইকেটে আসেন সাকিব আল হাসান।
আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়েছিল ২১৪ রানে। সর্বোচ্চ ৫০ রান করেন অভিষিক্ত হ্যারি টেক্টর। এ ছাড়া কার্টিস ক্যাম্ফার ৩৪ আর মার্ক অ্যাডায়ার করেন ৩২ রান। বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম নেন ৫ উইকেট। তার বোলিং ফিগার- ২৮ ওভারে ১০ মেডেনসহ ৫৮ রান। এটা তার ক্যারিয়ারের ১১তম পাঁচ উইকেট শিকার। এ ছাড়া ২টি করে নেন এবাদত এবং মিরাজ। শরীফুল নিয়েছেন ১টি। এরপর প্রথম ইনিংস খেলতে নেমে প্রথম ওভারেই ‘গোল্ডেন ডাক’ মারেন নাজমুল হোসেন শান্ত। আর দিনের শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন ২১ রান করা তামিম ইকবাল।