ওটিটির ক্রাইম ড্রামা সিরিজে রবার্ট ডি নিরো

রবার্ট ডি নিরো

আমেরিকান স্ট্রিমিং পরিষেবায় আসন্ন ক্রাইম ড্রামা সিরিজ ‘ববি মেরিটোরিয়াস’তে অভিনয় করতে চলেছেন হলিউডের প্রবীণ অভিনেতা রবার্ট ডি নিরো। বিনোদন সংবাদ ‘আউটলেট’ অনুসারে, আসন্ন এই শো’টি লিখেছেন লেখক বিলি রে। ‘দ্য কমি রুল’ সিরিজের পাশাপাশি টম হ্যাঙ্কস-অভিনীত ‘ক্যাপ্টেন ফিলিপস’, ‘টার্মিনেটর: ডার্ক ফেট’ এবং ‘জেমিনি ম্যান’-এর মতো চলচ্চিত্রগুলোর লেখক তিনি।

ভারতীয়-আমেরিকান আইনজীবী প্রীত ভারারা, যিনি ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মধ্যে নিউইয়র্কের দক্ষিণ জেলার মার্কিন অ্যাটর্নি ছিলেন, তিনি এই শো’তে একজন নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন। জেন রোজেনথাল, বেরি ওয়েলশ এবং পিটার গেথার্সের পাশাপাশি নির্বাহী প্রযোজনাও করবেন  ডি নিরো। অনুষ্ঠানটির মুল প্রযোজনায় থাকছে প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও।

প্যারামাউন্ট একটি প্রতিযোগিতামূলক পরিস্থিতির মুখোমুখি হয়ে অবশেষে প্রকল্পটি সম্পন্ন করার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তির অংশ হিসেবে কোম্পানিটি ভরার ‘ডুয়িং জাস্টিস: এ প্রসিকিউটরস থটস অন ক্রাইম’, পানিশম্যান্ট এন্ড দ্য রুল অফ ল’ বইটি বেছে নিয়েছে।

‘ববি মেরিটোরিয়াস’ প্রবীণ অভিনেতা ডি নিরোর দ্বিতীয় ওটিটি প্রজেক্ট। এর আগে ‘জিরো ডে’তেও কাজ করেছেন এই প্রবীণ তারকা।

সামনে ডি নিরোকে পরিচালক ব্যারি লেভিনসনের ‘ওয়াইজ গাইস’, মার্টিন স্কোরসেসের ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’ এবং টনি গোল্ডউইনের আসন্ন ফিচার ফিল্ম ‘ইনঅপ্রোপিয়েট বিহেভিয়ার’-এ দেখা যাবে।

সাতটি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়ে দুটি অস্কার জিতেছেন কিংবদন্তি অভিনেতা ডি নিরো। ‘রেগিং বুল’-এর জন্য সেরা অভিনেতা এবং ‘দ্য গডফাদার’ পার্ট ২-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার অর্জন করেন তিনি। তিনি এইচবিওর ‘উইজার্ড অফ লাইস’-এ বার্নি ম্যাডফের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা সহ একাধিক এমি মনোনয়নও পেয়েছেন। অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তি হিসেবেই বিশ্বজুড়ে সম্মানিত এই গুণী অভিনেতা।

সূত্র : ডেডলাইন

LEAVE A REPLY