এমসিসির আজীবন সদস্য হয়ে উচ্ছ্বসিত মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য পদ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার আটটি টেস্ট খেলুড়ে দেশ থেকে নতুন ১৯ জন আজীবন সদস্যের নাম প্রকাশ করে এমসিসি। যাদের অন্যতম হলেন মাশরাফি। ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসির আজীবন সদস্য হয়ে উচ্ছ্বসিত ম্যাশ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘এমসিসির সম্মানসূচক আজীবন সদস্য পদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’

উল্লেখ্য, ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা হিসেবে পরিচিত এমসিসি। বেশ কিছু কমিটির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম-কানুন, ক্রিকেট-সংক্রান্ত গবেষণা ও বিশ্লেষণ করে থাকে এই ক্লাবটি। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছিলেন। তবে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার পর তিনি পদত্যাগ করেন।

LEAVE A REPLY