বিচ্ছেদের গুঞ্জনের মুখে প্রেমিক পারস বললেন ‘ব্রেকআপ’ নাটক করছেন মাহিরা!

প্রেমিক পারসকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন মাহিরা শর্মা। চারিদিকে তাদের বিচ্ছেদের গুঞ্জন। এ কথা শুনে হতবাক পারস।

বলিপাড়ায় আবারো বিচ্ছেদের গুঞ্জন। এবার নাকি প্রেম ভেঙেছে পারস ছাবড়া এবং মাহিরা শর্মার। ‘বিগ বস’-এর বাড়ি থেকে তাদের প্রেমের শুরু। ‘বিগ বস’-এর ১৩ নম্বর সিজনে প্রতিযোগী হিসেবে তাদের দেখেছিল দর্শক। এই বাড়ি থেকেই তাদের প্রেমের শুরু।

শো শেষ হয়েছে অনেক দিন, কিন্তু সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। হাতে হাত রেখে মাঝে মাঝেই ফ্রেমবন্দি হন তারা। কখনো রেস্তরাঁর সামনে, কখনও আবার কোনো ফিল্মি অনুষ্ঠানে। কিন্তু আচমকা কী ঘটল?

মাহিরার ইনস্টাগ্রামে ঢুঁ দিলে দেখা যাবে পারসের সঙ্গে তার কোনো ছবি নেই। শুধু তা-ই নয়, পারসকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন তিনি। এ ঘটনায় চারিদিকে যেমন প্রশ্ন উঠছে, তেমনই পারসও সমানভাবে হতবাক! সে কথাই এক সাক্ষাৎকারে বলেছেন তিনি। প্রায় তিন বছর পর মুম্বাইয়ে ফিরেছেন পারস এবং মাহিরা। তারা দু’জনেই ব্যস্ত নিজেদের বাড়ি গোছাতে। পারস থাকছেন তার মায়ের সঙ্গে। অন্যদিকে মাহিরা মাও এসেছেন সব গুছিয়ে দিতে। শেষ কয়েক দিন ধরে এত ব্যস্ততার কারণে একে অপরের সঙ্গে কথা বলতে পারেননি তারা (মাহিরা-পারস)।

পারস বলেন, আমাদের মধ্যে আগেও ঝগড়া হয়েছে। বিগ বসের বাড়িতেও দর্শক আমাদের দেখেছেন, অনেক সময়েই ঝামেলা হয়েছে। তবে আমি কিছুতেই বুঝতে পারছি না, মাহিরা কেন আমায় আনফলো করল। কেন আমাদের সব ছবি মুছে দিল? আমি বুঝতেই পারিনি, আমাদের এই ছোট ঝামেলা ব্রেকআপের আকার নেবে। আমিও অবশ্য ওকে আনফলো করেছি ইনস্টাগ্রামে। কিন্তু আশা করছি, ওর রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। পারসের ধারণা, প্রচারের জন্যই হয়তো এমনটা করেছেন মাহিরা।

LEAVE A REPLY