সেলিব্রেটিদের যাপিত জীবনে দৃষ্টি থাকে ভক্ত-শুভাকাঙক্ষীদের। তারা কী খেতে পছন্দ করেন, কোন ব্রান্ড পছন্দ করেন এসবেই আগ্রহ সাধারণের।
ভারতের টেনিস সেনসেশন ফ্যাশন সচেতন। সেই সঙ্গে খাবার দাবারেও সতর্ক। ইফতারে কী খেতে পছন্দ করেন সম্প্রতি ইনস্টাগ্রামে তা শেয়ার করেছেন শোয়েবপত্নী। তার ইফতারের টেবিলে খেজুরের সঙ্গে থাকে মরিচ পাকোড়া, পানিনি স্যান্ডউইচ এবং সালাদ। -খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়, পেশাদার টেনিস থেকে অবসর নেওয়া পরও মির্জা লাইমলাইটে আছেন। তিনি ফটো ও ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে ভক্তদের তার জীবন সম্পর্কে জানিয়ে যাচ্ছেন। সানিয়া এক সন্তানের মা। তিনি তার ছেলের সঙ্গে ইফতারের সুন্দর একটি ভিডিও আপলোড করেছেন। ছবিতে তাকে সাধারণ কিন্তু সুন্দর সাদা সালোয়ার-কামিজে দেখা যায়। তার মাথায় শিফনের উড়না ছিল।
ছবিতে দেখা যায় তার টেবিলে সুন্দর ইফতার সাজানো রয়েছে, এক প্রান্তে তার আদরের ছেলে ইজহান মির্জা মালিক বসে আছে।
সানিয়া তার ছেলের প্লেটে একটি খেজুর রেখেছেন। খেজুর দিয়ে মুসলমানরা তাদের রোজা ভাঙতে পছন্দ করেন। তারপর তিনি নিজের জন্য একটি খেজুর তুলে নেন। এ ছাড়াও তার টেবিলে সুস্বাদু ইফতারের মধ্যে রয়েছে মরিচ পাকোড়া, পানিনি স্যান্ডউইচ এবং সালাদ।
পবিত্র রমজান মাসের শুরুতে সানিয়া ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ছিলেন। সেই ছবি তিনি শেয়ার করেছিলেন।