আমার ভীষণ ভয়ংকর রকমের ভালোবাসা দরকার : মাহিয়া মাহি

মাহিয়া মাহি

সম্প্রতি মা হয়েছেন চিত্রনায়িকা মাহি। মা হওয়ার সাত দিনের মাথায় ছেলের নাম জানিয়েছেন মাহিয়া মাহি। ফেসবুকে সোমবার ছেলের নাম প্রকাশ করেছেন তিনি। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার’।

এবার জানালেন তার প্রচণ্ড ভালোবাসা দরকার। আর এ জন্য লিখলেন একটি খোলা চিঠি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এ নায়িকা লেখেন, ‘খোলা চিঠি। এই যেমন ধরো আমার মাথা ব্যথা করছে অথবা জ্বর, ঠাণ্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে— এসব জিনিস কারো সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে।’

তিনি লেখেন, ‘আমি কোনো কারণে দুর্বল, এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তুমি তো জানোই। কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে। একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, এক্স্যাক্ট যে কী সমস্যা সেটিও বুঝতে পারছি না।’

তিনি লেখেন, ‘শুধু এইটুকু বুঝতে পারছি, আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সে-ও অনুভব করবে।’

LEAVE A REPLY