সাকিবের কম বোলিংয়ের কারণ জানেন না ডোনাল্ডও

আইরিশদের প্রথম ইনিংসে সাকিব আল হাসান বোলিংয়ে এসেছিলেন ৬৬তম ওভারে। তবে দ্বিতীয় ইনিংসে এসেছিলেন একেবারে প্রথম ওভারেই। তৃতীয় দিনে সাকিব অবশ্য যথেষ্ট বোলিং করেননি। তাইজুল ইসলাম ৩৮ ও মেহেদী হাসান মিরাজ ২৮ ওভার করলেও দ্বিতীয় ইনিংসে সাকিব করেছেন কেবল ১৩ ওভার। আজ সারাদিনে করেছেন মাত্র ৬ ওভার। সাকিব কেন কম ওভার করেছেন, সেটা জানেন না পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেন, ‘স্বীকার করতে হবে, এই বিষয়ে আমি কিছু জানি না। তাকে (সাকিব) দেখে তো ফিটই মনে হয়েছে। কয়েকবার মাঠের বাইরে বেরিয়েছে, তবে বাথরুম বিরতির জন্য। আমি ঠিক নিশ্চিত নই। সে হয়তো বাকিদের সুযোগ দিতে চেয়েছে, কাজটা করার জন্য। আমি সত্যিই জানি না, সে আজকে বেশি বোলিং করেনি কেন। ১৩ ওভারে ২০ রানের মতো (২৬) খরচ করে ২ উইকেট নিয়েছে।’ 

পুরো দিন বোলিং করেও আইরিশদের ৪ উইকেটের বেশি নিতে পারেনি বাংলাদেশ। এজন্য উইকেটের আচরণকে দায় দিয়ে ডোনাল্ড বলেন, ‘আজকে আমরা যখন দ্বিতীয় নতুন বল নিলাম, আমি মনে করেছিলাম এটি বড় ফ্যাক্টর হবে। সত্যি বলতে এটি (নতুন বল) গতকালের মতো এতো স্পিন করেনি। আমার মনে হয়েছে, এটি নতুন বলের পিচ। আপনি এই উইকেটে থিতু হয়ে গেলে রান করতে পারবেন।’

LEAVE A REPLY