বাংলাদেশেই বিদায় নিলেন আলিম দার; পেলেন ‘গার্ড অব অনার’

আলিম দারকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি : মীর ফরিদ

আলিম দার- পাকিস্তানের এই আম্পায়ার ক্রিকেট দুনিয়ায় যতটা নন্দিত, বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে ততটাই নিন্দিত। মাঠে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে তিনি ‘অপ্রিয়’ ব্যক্তি। সেই বাংলাদেশের মাটিতেই আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে ক্যারিয়ারের শেষ টেস্ট পরিচালনা করলেন আলিম দার। বিদায়বেলায় এই পাকিস্তানি আম্পায়ারকে গার্ড অব অনার দিলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররা।

আজ শুক্রবার আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ক্যারিয়ারের শেষ টেস্টে আলিম দার দুর্দান্ত সব সিদ্ধান্ত দিয়েছেন। তার ৮টি সিদ্ধান্তের মাঝে মাত্র ১টি সিদ্ধান্ত রিভিউ নিয়ে বদলানো সম্ভব হয়েছে। খেলা শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আলিম দারকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও আলিম দারকে সম্মাননা দেওয়া হয়। ৪৬ বছর বয়সী এই পাকিস্তানি আম্পায়ারের হাতে স্মারক তুলে দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান।

২০০৪ সাল থেকে দীর্ঘ ১৯ বছর আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন আলিম দার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দীর্ঘ আম্পায়ারিং ক্যারিয়ারে ১৪৫ টেস্ট, ২২৫ ওয়ানডে ও ৬৯ টি–টোয়েন্টিতে অন–ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বড় টুর্নামেন্টুগুলোর নকআউট পর্বে তার ওপর ভরসা রাখত আইসিসি। ২০০৬ আইসিসি ট্রফি ফাইনাল, ২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং ২০১০ ও ২০১২ টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেছেন আলিম দার। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়েছিলেন।

LEAVE A REPLY