ইসরাইলে বিক্ষোভে মোসাদের সমর্থন, যা বলছেন নেতানিয়াহু

বিচারব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে ইসরাইলজুড়ে চলমান সহিংস বিক্ষোভে গোয়েন্দা সংস্থা মোসাদের সমর্থনের বিষয়টি অস্বীকার করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে হওয়া টানা এই বিক্ষোভে শেষ পর্যন্ত পিছু হটেছেন নেতানিয়াহু।

বিক্ষোভে জনসাধারণের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিজ কর্মীদের যোগ দিতে উৎসাহ দিয়েছিল মোসাদ। সম্প্রতি পেন্টাগনের ফাঁস হওয়া নথি নিয়ে এক প্রতিবেদনে প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

ফাঁস হওয়া ডকুমেন্টে দেখা যায়- ইসরাইলের বর্তমান এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক সংকটে মোসাদ নেতাদের সরাসরি জড়িত না হওয়ার ঐতিহ্য ভেঙে বিক্ষোভে সরাসরি সমর্থনের এই ব্যবস্থা গ্রহণ করা হয়।  

তবে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এই রিপোর্টকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর কার্যালয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে রোববার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনটি ‘মিথ্যা এবং ভিত্তিহীন’।

বিবৃতিতে বলা হয়েছে, মোসাদ ও সংস্থাটির শীর্ষপর্যায়ের কর্মকর্তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, রাজনৈতিক বিক্ষোভ বা কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতে উৎসাহ দেয়নি, আগামীতেও দেবে না।

এদিকে মার্কিন বিচার বিভাগ গত শুক্রবার জানায়, প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করছে এবং নথিপত্র ফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে তারা।

মূলত ক্ষমতায় আসার পরপরই ইসরাইলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা উন্মোচন করে নেতানিয়াহু সরকার। এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসরায়েলের পার্লামেন্টের পক্ষে সুপ্রিমকোর্টের রায়গুলোকে বাতিল করা সহজ হবে।

তবে সমালোচকরা বলছেন, নেতানিয়াহু সরকারের এই সংস্কার পরিকল্পনা ইসরাইলের বিচারিক স্বাধীনতাকে পঙ্গু করবে, দুর্নীতিকে আরও উৎসাহিত করবে, সংখ্যালঘুদের অধিকার নষ্ট করবে এবং ইসরাইলের আদালত ব্যবস্থাকে বিশ্বাসযোগ্যতা থেকে বঞ্চিত করবে।

LEAVE A REPLY