কিছুদিন আগেই ভারতের তামিলনাড়ুর কুম্বাকনাম মন্দিরে পূজা দিতে গিয়েছেন অভিনেত্রী নয়নতারা ও তাঁর পরিচালক স্বামী ভিগনেশ। উপলক্ষ্য ছিল পাঙ্গুনি উথিরাম উৎসব। খুব স্বাভাবিকভাবেই মন্দিরে গিয়ে প্রবল ভিড়ের মুখে পড়তে হয় দক্ষিণের এই তারকা দম্পতিকে।
নয়নতারা ও ভিগনেশকে দেখে অনেকেই ছবি তোলার জন্য আগ্রহী হয়ে পড়েন। তবে তারই মাঝে ছবি তোলাকে ঘিরে এক অনুরাগীকে হুমকি দিতে দেখা যায় অভিনেত্রীকে। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ওই ভিডিওতে দেখা যায় নয়নতারা ও তাঁর নিরাপত্তারক্ষীরা অনুরাগীদের মন্দিরের মধ্যে ফোন না বের করার এবং ছবি না তোলার অনুরোধ করেন। তবে অনেকেই সেকথা না শুনলে রেগে গিয়ে নয়নতারাকে বলতে শোনা যায়, ‘এরপরেও যদি ছবি তোলো, আমি কিন্তু তোমার ফোন ভেঙে দেব।’
নয়নতরার এমন ভিডিয়ো দেখে অনেকেই অভিনেত্রীর রূঢ় ব্যবহারের নিন্দা করেছেন। কেউ লিখেছেন, ‘লোকজনের কি কোনও সম্মান বোধ নেই, কেন ওদের পিছনে ভিখারির মতো ছুটে বেড়ান, পাত্তা কম দিন, দেখুন ওরা কী করেন!’ কারোর কথায়, ‘কেন এদের এত বেশি গুরুত্ব দেওয়া হয় বুঝি না!’ কারোর কথায়, ‘এটা কেমন ধরনের ব্যবহার!’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
সেই ভিডিওটিও নেট দুনিয়ায় উঠে এসেছে। যা দেখে কেউ লিখেছেন, ‘ছোটদের শেখান, সেলিব্রিটি দেখলে তাঁরা যেন মোবাইল নিয়ে তাঁদের পিছনে না দৌড়ে যান, তাঁদেরকে সাধারণের মতো দেখুন, দেখবেন তাঁরা সাধারণ হয়েই থাকবেন।’ কারোর মন্তব্য, ‘তারদেরও তাঁদের মতো করে ছেড়ে দিন।’,
কেউ লিখেছেন, ‘আমার দু’পক্ষের জন্যই খারাপ লাগছে। তবে জনসমক্ষে যখন বের হয়েছেন, তখন এধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। উনি MGR কিংবা বিজয় সেতুপতি নন, যে সবকিছু সুন্দরভাবে সামলাবেন। আমি ওই মেয়েটির জায়গায় থাকলে, আর এমন উপেক্ষা দেখলে আর সামনে যেতাম না। লোকজন ওকে উপেক্ষা করলে সেটা ওর ভালো লাগবে তো?’