অল্প বয়সী মেয়ের সঙ্গে খালি গায়ে নেচে বেকায়দায় অক্ষয়

অক্ষয় কুমার আলোচনায় রয়েছেন এখন। তবে কোনো সিনেমার জন্য নয়, ২০২৩-এর এন্টারটেইনারস ট্যুরের জন্য। হাঁটুর বয়সী অভিনেত্রীর সামনে শার্ট খুলে উদ্দাম নাচ অক্ষয়ের সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

উল্লেখ্য, আক্কির ট্যুর থেকে একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। সম্প্রতি সে রকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে। বছর ৩৭-এর মৌনির সঙ্গে শার্টলেস নাচে মেতেছেন খিলাড়ি কুমার। আর সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একটা বড় অংশ কটাক্ষ করেছে অভিনেতাকে। মৌনি আর সোনম বাজওয়ার সঙ্গে খালি গায়ে নাচ করার স্টাইল একদমই পছন্দ করেনি নেটপাড়ার সদস্যরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছ, মৌনি আর সোনমের সঙ্গে নাচ করার সময় শার্টের বোতাম টপাটপ খুলে ফেলছেন অক্ষয়। এরপর একেবারে জমিয়ে নাচছেন অক্ষয়। সেই মুহূর্তের স্টেজ পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘খিলাড়ি ৭৮৬’। ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া না ফেললেও সিনেমার বলমা গানটি আজও লোকমুখে ফেরে। ২০২৩-এর এন্টারটেইনারস ট্যুরেও সেই গানেই মৌনি, সোনমের সঙ্গে নাচেন অক্ষয়। এই ভিডিও ভাইরাল হতেই এক নেটিজেন লিখেছেন, ‘অত্যন্ত লজ্জাজনক। উনাকে কানাডায় পাঠিয়ে দেওয়া উচিত।’

আরেকজন নেটিজেনের মতে, জীবনে একটা মর্যাদা থাকা অত্যন্ত জরুরি। অক্ষয়ের সঙ্গে এই এন্টারটেইনারস ট্যুরের সঙ্গী দিশা পাটানি, নোরা ফাতেহিও। মার্চ মাস থেকেই শুরু হয়েছে আক্কির ওয়ার্ল্ড ট্যুর। আর এই ট্যুরের টুকরো ছবি ও ভিডিও বারবার ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। যার দরুণ একাধিকবার নেটিজেনদের কটাক্ষেরও শিকার হতে হচ্ছে অক্ষয়কে।

নোরার সঙ্গে নাচের একটি ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছিল। তার জন্যও নেটবাসী আক্কি-নোরার যুগলবন্দি নাচকে খোঁচা দিয়েছে।

উল্লেখ্য, হিন্দি ছবির ক্যারিয়ারটা মোটেই খুব একটা ভালো যাচ্ছে না অক্ষয়ের। তাই বলিউডি ছবি ছেড়ে এবার মারাঠি ছবি দিয়ে ফর্মে ফেরার চেষ্টা করছেন আক্কি। ‘Vedat Marathe Veer Daudle Saat’ মুভিতে দেখা যাবে খিলাড়ি কুমারকে। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই সিনেমার শুটিং।

LEAVE A REPLY