জেমি হ্যারিস
বলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন বৃটিশ ও হলিউড অভিনেতা জেমি হ্যারিস। সম্প্রতি ইন্ডিয়া টুডে’র সাথে একান্ত কথোপকথনে জেমি হ্যারিস আগামীতে বলিউড সিনেমা এবং ভারতীয় টেলিভিশনে কাজ করার ইচ্ছার কথা বলেছেন।
জেমি হ্যারিস বলেন, “আমি কাজ করতে ভালোবাসি এবং আমি কাজ চালিয়ে যেতে চাই। আমার পরবর্তী পরিকল্পনা ভারতে আসা। আমি বলিউডের সিনেমাও দেখি। আমি এখন বলিউডের সিনেমাতে কাজ করতে চাই। আমি ভারতে আসতে চাই এবং একটি সিনেমা বা টেলিভিশনে কাজ করতে চাই।”
বিশ্বব্যাপী দর্শকদের কাছে জনপ্রিয়তা ও সাফল্যের বিষয়ে অভিনেতা বলেন, “আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি এবং আমি আশা করি যে এটি অব্যাহত থাকবে। আমি বৈচিত্র্যময় ভূমিকায় কাজ করি। আমার বাবা আমাকে পরামর্শ দিয়েছিলেন যে একজন অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করলে কখনই ‘না’ বলবে না। অহংকারী হয়ে উঠবে না এবং তোমাকে যে কাজের প্রস্তাব দেওয়া হয় তা গ্রহণ করবে। তাই আমি কখনই কোনো কাজকে ছোট মনে করি না। আমার কাছে প্রতিটি ভূমিকাই মূল্যবান।”
জেমি হ্যারিসকে বর্তমানে অ্যামাজন প্রাইম সিরিজ ‘কার্নিভাল রো’তে সার্জেন্ট ডোম্বের চরিত্রে দেখা গেছে। তিনি একজন বর্ণবাদী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। ‘কার্নিভাল রো’ একটি আমেরিকান হিট ফ্যান্টাসি টেলিভিশন সিরিজ যা বিচ্যামের ‘আ কিলিং অন কার্নিভাল রো’-এর উপর ভিত্তি করে নির্মিত। ‘দ্য লস্ট সন’, ‘দ্য লস্ট ব্যাটালিয়ন’, ‘দ্য ফ্রন্টেয়ার’, ‘ডিনার রাশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান এই অভিনেতা।
সূত্র : ইন্ডিয়া টুডে