দুই নায়কের সিনেমায় ‘খলনায়ক’ জেসন মোমোয়া

সালমান খান, জেসন মোমোয়া ও শাহরুখ খান

দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেই বাজিমাত করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শাহরুখ এবং দীপিকা অভিনীত ‘পাঠান’ বক্স অফিসে তোলপাড় করে দিয়েছে। সিনেমাটিতে অতিথি চরিত্রে উপস্থিত ছিলেন ‘টাইগার’ খ্যাত সালমান খানও। ‘পাঠান’ ঝড় থামতে না থামতে এবার আসতে চলেছে সালমানের পরবর্তী সিনেমা ‘টাইগার ৩’। তবে এরই মধ্যে আরেকটি বিগ বাজেটের সিনেমাকে ঘিরে নেশায় আচ্ছন্ন সিনেপ্রেমীরা। সালমানের টাইগার বনাম শাহরুখের ‘পাঠান’ চলচ্চিত্রের খবরটি ব্যাপক আলোড়ন তৈরি করেছে। দুই সুপারস্টারকে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে একসঙ্গে দেখা যাবে জেনে ভক্তরাও দারুণ উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাস এবার বহুগুণে বেড়ে আকাশ ছুঁতে চলেছে। কারণ টাইগার ভার্সেস পাঠানে এবার হলিউডের একজন বড় অভিনেতাকে প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলেও শোনা যাচ্ছে।

ভাইরাল হওয়া একটি টুইট অনুসারে, অ্যাকোয়াম্যান তারকা জেসন মোমোয়াকে ‘টাইগার ভার্সেস পাঠান’-এ খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। টুইটে লেখা হয়েছে, “যশরাজ ফিল্মসের প্রাথমিক আলোচনা অনুসারে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার প্রধান ভিলেন হিসেবে প্রডাকশন হাউস এবং সিদ্ধার্থ আনন্দ হলিউডের একজন বড় তারকাকে নিয়ে আসার পরিকল্পনা করছেন। বর্তমানে যে নামটি সবচেয়ে আলোচিত তা হলো এই ভূমিকার জন্য হলিউডের ‘অ্যাকোয়ামান’ খ্যাত তারকা জেসন মোমোয়া।”

এই গুঞ্জনে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন সকলে। এক ভক্ত লিখেছেন, ‘এর চেয়ে দুর্দান্ত কিছুই হয় না। পাঠান ও টাইগারের সঙ্গে মোমোয়া! ওয়াও!’ অপর এক ভক্ত লিখেছেন, ‘মাথা ঘুরে যাচ্ছে! এটা কি সত্যি!’ অন্য একজন লিখেছেন, ‘পারফেক্ট থ্রি!’

তবে হলিউড অভিনেতার নামের পাশাপাশি ভারতের মেগাস্টারদেরও নাম উল্লেখ করেছেন ভক্তরা। তাদের মতে, ইন্ডিয়ান বড় বড় তারকাকে এতে কাস্ট করা উচিত। এক ভক্ত আমির খানের কথা উল্লেখ করে লিখেছেন, “আমির খানও এ ক্ষেত্রে একটি ভালো পছন্দ হতে পারে। তার ‘দঙ্গল’ সিনেমাটিতে এক অনন্য চেহারা তুলে ধরা হয়েছিল। দুই খান ভাইয়ের বিপরীতে স্পাই ইউনিভার্সের আমির প্রধান খলনায়ক হলে তা একেবারে আলাদা স্বাদ এনে দেবে। যদি তিনি না হন তবে ‘কেজিএফ’ খ্যাত যশও এই জায়গাটা নিতে পারেন।” অপর এক ভক্ত লিখেছেন, ‘তার পরিবর্তে তাদের কমল হাসান বা রজনীকান্ত বা এমনকি যশের মতো কাউকে নেতিবাচক চরিত্রে আনার দিকে নজর দেওয়া উচিত।’

এদিকে কোনো অফিশিয়াল ঘোষণা না থাকলেও ধারণা করা হচ্ছে সালমান খান এবং শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘টাইগার ভার্সেস পাঠান’ তৈরি এবং পরিচালনা করার জন্য ব্লকবাস্টার মুভি পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দকেই দায়িত্ব দিয়েছেন আদিত্য চোপড়া। যদিও সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা, তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সিনেমাটির পরবর্তী অফিশিয়াল ঘোষণার।

সূত্র : ইন্ডিয়া টুডে

টপিক

LEAVE A REPLY