আইপিএলে এক ওভারে পাঁচ ছক্কা মেরেছেন যারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ষোড়শ আসরে গতকাল রবিবার ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন রিংকু সিং। কলকাতা নাইট রাইডার্সের ২৫ বছর বয়সী এই ব্যাটার গুজরাটের বিপক্ষে ম্যাচের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে জিতয়েছেন। তার পর থেকেই ক্রিকেট দুনিয়ার আলোচনায় চলে এসেছেন রিংকু সিং। তবে তিনিই প্রথম নন, আইপিএলে এর আগেও ওভারে পাঁচ ছক্কার ঘটনা আছে।

২০১২ সালের আইপিএলে তখনকার দল পুনে ওয়ারিয়র্সের বোলার রাহুল শর্মাকে পাঁচটি ছক্কা মেরেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিস গেইল। সেই ম্যাচে শেষ ওভারে ২১ রান তাড়া করে জিতেছিল বেঙ্গালুরু। গেইল অবশ্য তার আগেই ৮১ রানে আউট হয়ে যান। এরপর ২০২০ আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রান তাড়ায় নেমে রাজস্থান রয়্যালসের রাহুল তেওটিয়া এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন। সেদিন ঝড় বয়ে গিয়েছিল শেলডন কটরেলের ওপর।

২০২১ আইপিএলে দ্বিতীয় পর্বের ম্যাচে বেঙ্গালুরুর বোলার হর্ষল প্যাটেলকে এক ওভারে পাঁচটি ছক্কা মেরেছিলেন রবীন্দ্র জাদেজা। তবে রান তাড়ায় নয়, ম্যাচের প্রথম ইনিংসে এই কাণ্ড ঘটিয়েছিলেন জাদেজা। তিনি ২৮ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া গত বছর কলকাতা নাইট রাইডার্সের বোলার শিবম মাভি এক ওভারে পাঁচটি ছক্কা খেয়েছিলেন। লখনউ সুপার জায়ান্টসের দুই ব্যাটার মার্কাস স্টোইনিস এবং জেসন হোল্ডার মিলে তার এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকান।

LEAVE A REPLY