পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির এক সাক্ষাৎকারের পর শুরু হয়েছে সমালোচনা। এক ইউটিউব চ্যানেলে নাজাম বলেছিলেন, তিনি ক্ষমতায় আসার পর শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন নির্বাচকরা বাবর আজমকে অধিনায়কের পদ থেকে সরাতে চেয়েছিলেন! পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে নাজাম শেঠি পরে টুইট করে নিজের বক্তব্যের ব্যখ্যা দেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন শহিদ আফ্রিদি।
পিসিবি চেয়ারম্যান বলেছিলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি গঠন করেছিলাম। আনুষ্ঠানিক বৈঠকে বসার আগেই তারা আমাকে বলেছিলেন, জাতীয় দলের অধিনায়ক পদে পরিবর্তন আনতে চান। অর্থাৎ বাবর আজমকে তারা সরিয়ে দিতে চান! অবশ্য পরে তারা মত বদলে আমাকে জানায়, বাবরকে সরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমি অবশ্য বলেছিলাম, আপনারা যেকোনো সিদ্ধান্তই নিতে পারেন।’
নাজামের এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘বাবরের নেতৃত্বের বিষয়ে মিডিয়া এবং ক্রিকেট সংশ্লিষ্টরাই তো অনেক দিন ধরে সমালোচনা করছিল। আমি শহিদ আফ্রিদি ও হারুন রশিদের নির্বাচক কমিটির কাছে মতামত জানতে চেয়েছিলাম।’
এরপর টুইটারে শহিদ আফ্রিদি নিজের অবস্থান ব্যখ্যা করে লিখেন, ‘আমি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন, বাবর আজমের অধিনায়কত্বের বিষয়ে তিনি আমাকে ইঙ্গিত করে কিছু বলেননি। তিনি অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করেছেন। এই আলোচনা তাই শেষ। নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর ও দলের জন্য শুভ কামনা।’