সিএসইতে হিমাদ্রির লেনদেন শুরু

চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু করেছে হিমাদ্রি লিমিটেড। মঙ্গলবার (১১ এপ্রিল) কম্পানিটি এসএমই প্ল্যাফর্মের বিবিধ খাতে লেনদেন শুরু করে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দীর্ঘ সময় ওভার দ্য কাউন্টারে (ওটিসি) থাকা কম্পানিগুলোর মধ্য থেকে উৎপাদনশীল কম্পানিগুলোকে এসএমই প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হচ্ছে। আজ লেনদেন শুরু করা হিমাদ্রি লিমিটেডে স্ক্রিপ আইডি হচ্ছে- ‘৩২৬০৫’ এবং স্ক্রিপ কোড হচ্ছে- ‘ এইচআইএমএডিআরআই’। রেফারেন্স প্রাইস হিসেবে ডিএসইতে ট্রেড করা কম্পানির ক্লোজ প্রাইসকে ধরা হয়েছে। কম্পানিটির ক্লোজ প্রাইস বা সমাপনী দর ছিল ৩৫.৩০ টাকা। যা আজ প্রারম্ভিক দর হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

সিএসই সূত্রে জানা যায়, এসএমই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার দিনে অর্ধবর্ষের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কম্পানিটি। এই সময় আগের বছরের একই সসময়ের তুলনায় কম্পানিটির মুনাফা বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর’ ২২ এ কম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪.১৪ টাকা। যা আগের বছরের একই সময় ছিল ২৬.৫১ টাকা।

এদিকে, জুলাই থেকে ডিসেম্বর ২০২২ অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে কম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০.৬১ টাকা। যা আগের বছরের একই সময় ছিল ৩০.০৮ টাকা। অর্থাৎ অর্ধবর্ষ শেষে কম্পানিটির ইপিএস বেড়েছে ২০.৫৩ টাকা। এ সময় কম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯৩.১০ টাকা। এছাড়া ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮৭৬.৭২ টাকা।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সিএসইর এসএমই বোর্ডের যাত্রা শুরু হয়। ওই দিন মোট ৬টি কম্পানি লেনদেন শুরু করে। এর মধ্যে ওটিসি থেকে ফেরা কম্পানি চারটি। বাকি দুটি নতুন তালিকাভুক্ত। এদিকে, ২০২১ সালে হিমাদ্রি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু করে। প্রায় দুই বছর পর আজ সিএসইর এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু করলো কম্পানিটি।

LEAVE A REPLY