মঈনুল আহসান নোবেল
সারেগামাপা খ্যাত কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল বলছেন তার সংগীতের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে এবং এর পেছনের কারণ হলো মাদক। সহজ স্বীকারোক্তি দিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন সম্ভাবনাময় এ গায়ক।
আজ মঙ্গলবার ফেসবুকে নোবেল লিখেছেন, আমার জীবনের প্রতিটি ঘটনাই অপ্রত্যাশিতভাবে ঘটেছে, যা খুবই হৃদয়বিদারক। হতে পারে সেটা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই পড়েছে, আর এতে আমার সাবেক স্ত্রী ভীষণ খুশি।
নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘সাবেক স্ত্রী’ কথাটি অস্বীকার করেন। নোবেলের সঙ্গে বিচ্ছেদ হয়নি বলেও জানান।
নিজের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে জানিয়ে নোবেল বলেন, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আমার মৃত্যু। তোমাকে স্বাগত, তোমাকে বরণ করার জন্য প্রস্তুত।
নোবেলের এই পোস্ট হতাশাজনক মনে হলেও ঈদের কনসার্টের প্রচারণার পোস্টও দিয়েছেন তিনি। ঈদের পরে ২৫, ২৭ ও ২৮ এপ্রিল যথাক্রমে কুষ্টিয়া, লালমনিরহাট ও শরীয়তপুরে কনসার্ট রয়েছে। এ ছাড়াও কেউ যদি নোবেলকে বুক করতে চান তাহলে এক লাখ ৬০ হাজার টাকা দিতে হবে বলেও জানিয়েছেন।