দেবশ্রী
কয়েকদিন ধরেই চারিদিকে নানা আলোচনা চলছে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আটকে রাখা হয়েছে একদল মিউজিশান ও সাউন্ড আর্টিস্টকে। এ বিষয় নিয়ে বহু শিল্পী সোচ্চার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এর আগে দেখা গেছে ইমন চক্রবর্তী ও লোপামুদ্রা মিত্রকে শিল্পীকে পাশে দাঁড়িয়ে লাইভে প্রশাসনকে অনুরোধ করতে। এবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে মুখ খুললেন দেবশ্রী রায়।
ওইদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রী দেবশ্রী রায়েরও। কিন্তু, শেষ পর্যন্ত দেবশ্রী পৌঁছননি সেদিনের অনুষ্ঠানে। এ নিয়ে অনেককেই নানা কথা আলোচনা করতে দেখা গিয়েছে। কেউ কেউ আবার এমনও বলেছেন দেবশ্রী রায় না যাওয়ায় ঘটনাস্থলে আটকে রাখা হয় মিউজিশিয়ানদের। কেন দেবশ্রী রায় এ বিষয়ে কোনও কথা বলছেন না, তা নিয়েও নানা প্রশ্ন উঠতে থাকে।
এদিন দেবশ্রী রায় বলেন, “আমি কাঁথি পর্যন্ত গিয়েও ফিরে এসেছি সেদিন। যার ভরসায় ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম, সেই রহমান আমায় বলেন, দিদি গাড়ি ঘুরিয়ে ফিরে যাও। পরে শুনলাম এই ধরনের ঘটনা ওখানে ঘটেছে। ঘটনাটা সেদিন আমার বহু অনুষ্ঠান যার হাত ধরে সেই তোচনদাকে ফোন করে বলেছিলাম। তোচনদা মদনদাকে ফোন করতে বললেন।”
দেবশ্রীর কথায়, “মদনদা তো একথা শুনে অবাক। মদনদা বলার পরেও ওদের ছাড়েনি। কী করে এমন করে!” তাপস দাস নামে একজনের নাম একেবারে মেনশন করে বলেছেন অভিনেত্রী। “ও সর্বজয়া সিরিয়ালের সময় আমার কাছে এসে একবার বলেছিল যে দিদি আপনি এমন অনেকের অনুষ্ঠান করেছেন। আমার মাথার ওপর হাত রাখুন। সেটাই বোধহয় ভুল করেছিলাম।”
তাপসের প্রোগ্রামে গিয়ে এর আগেও একইভাবে সমস্যায় পড়েছিলেন অভিনেত্রী। অভিযোগ, পুলিশ পারমিশন ছাড়া অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছিলেন তাপসবাবু। মানুষের ভিড়ের মাঝে কোনওরকম প্রোটেকশন ছাড়া নামিয়ে দেওয়া হয়েছিল অভিনেত্রীকে, দাবি করেন তিনি।
অভিনেত্রী বলেন, “তাপস নামে ওই ছেলেটি আমার নামে যা নয় তাই বলেছে সোশ্যাল মিডিয়ায়। পঞ্চমদা, কিশোর কুমার, আরতি মুখোপাধ্যায়, শ্যামল মিত্রের মতো তাবড় শিল্পীদের সঙ্গে কাজ করেছি। এমন কখনও হয়নি। তবে ইন্ডাস্ট্রির বেশকিছু শিল্পী যে যার মতো বলে যাচ্ছেন আমার নামে। একবার তাঁদের জিজ্ঞেস করা উচিত ছিল কী ঘটেছে ঘটনাটা। এদের মন্তব্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।”
অভিনেত্রী আরো বলেন, “কেউ কেউ এমনও করছেন যে আমি নাকি টাকা নিয়ে পালিয়ে গিয়েছি। আমি মিউজিয়ান ভাইদের চিনিই না। আমার কাজ ছিল শুধুমাত্র প্রোগ্রামটা করব চলে আসব। তাও ওই ছোট ছোট ছেলেগুলোর জন্য আমার খারাপ লাগা থেকে করেছি যা করার।” তবে অভিনেত্রী বলেন, “আমি ভেবেছিলাম চুপ থাকব। কিন্তু, আর চুপ থাকতে পারলাম না। যে শিক্ষা হল তাতে পুলিশ অনুষ্ঠান আছে কিনা আগে দেখব। বিশ্বাস করে আমি ঠকেছি।”