জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা (একনেকে) পরবর্তী সংবাদ সন্মেলনে অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী শামসুল আলম।
তিনি বলেন, যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন অর্থনীতি নিয়ে নানা পরিকল্পনা করে এবং কিছু কিছু পরিকল্পনা বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখে তাই এখানে প্রশ্ন করতে কোনো বাধা নেই। আমরা আপনাদের (সাংবাদিকদের) নানাবিধ প্রশ্নকে স্বাগত জানাই।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সন্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় পরিকল্পনা মন্ত্রীও তার সঙ্গে একমত প্রষণ করেন।
মূলত একনেক পরবর্তী সংবাদ সন্মেলনে উপস্থিত সাংবাদিকরা একনেক সভায় অনুমোদন হওয়া প্রকল্পসহ অর্থনীতির নানা গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন করেন। এসব প্রশ্ন প্রাধান্য পায় মূল্যস্ফীতি, বাজার পরিস্থিতি প্রভৃতি। আজকের সংবাদ সম্মেলনে এমন দুটি প্রশ্নের উত্তর দেওয়ার পর। পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার সাংবাদিকদের আহ্বান জানান প্রকল্প ভিত্তিক প্রশ্ন করতে। তখন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এসব কথা বলেন।
শামসুল আলম বলেন, ‘পরিকল্পনা কমিশন অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পরনা করে, সাধারণ অর্থনীতিবিভাগ দেশের অর্থনীতি নিয়ে নানা ধরনের কাজ করেন। সে জায়গায় এ সম্প্রর্কিত প্রশ্নগুলো করা যেতেই পারে।’