সালমান খানের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিলেন হাইকোর্ট

সালমান খান

সদ্য মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সালমান খানের আসন্ন সিনেমার ট্রেলার। ‘কিসি কা ভাই, কিসি কা জান’ নামে সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদে। ইতিমধ্যে সিনেমাটি ঘিরে তুমুল হাইপ তৈরি হয়েছে সালমান ভক্তদের। বক্স অফিসে আরেকবার সুখবর আনার অপেক্ষায় ভাইজান। এরই মধ্যে নিজের জন্যও আরেকটি সুখবর পেলেন অভিনেতা। সালমান ও তার দেহরক্ষীর বিরুদ্ধে এক সাংবাদিকের করা অভিযোগ খারিজ করে দিল‌েন মুম্বাই হাইকোর্ট।

সালমান খান এবং তার দেহরক্ষী নওয়াজ শেখের বিরুদ্ধে ওঠা হেনস্তার অভিযোগ খারিজ করে দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। চার বছর ধরে তার বিরুদ্ধে চলা এই মামলার নিষ্পত্তি করলেন আদালত। সালমান খান এবং তার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে লাঞ্ছনা ও শারীরিক অত্যাচারের অভিযোগ দায়ের করেন সাংবাদিক অশোক পাণ্ডে। অশোকের দাবি, ওই বছরের এপ্রিল মাসে সাইকেল চালিয়ে মুম্বাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন সালমান খান। তখন অশোক তার ছবি তোলায় বিরক্ত হন সালমান। অনুমতি না নিয়ে ছবি তোলায় সাংবাদিককে হেনস্তা এবং শেষ পর্যায়ে মারধরও করেন সালমানের দেহরক্ষী। কেড়ে নেন অশোক পাণ্ডের সেই মোবাইলও।

মঙ্গলবার মুম্বাই হাইকোর্ট মামলাটির বিষয়ে উল্লেখ করেছেন, ‘অভিযুক্ত একজন বিখ্যাত ব্যক্তি বলে আইনের নিয়ম না মেনে বিচার প্রক্রিয়াকে অহেতুক হয়রানির উপায় হিসেবে দেখা উচিত নয়। একজন অভিনেতা হোন বা আইনজীবী, আদালতের বিচারপতি হোন বা অন্য কেউ, তারও ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবনে অনুমতি ছাড়া নাক গলানো উচিত নয়।’

এদিকে নতুন করে খুনের হুমকি পেয়েছেন বলিউডের ভাইজান। সম্প্রতি এক নাবালক সালমান খানকে এই হুমকি দিয়ে ফোন করে। এর আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে খুনের হুমকি পেয়েছিলেন অভিনেতা। যদিও মুম্বাই পুলিশ ২৪ ঘণ্টা সালমানের নিরাপত্তায় বিদ্যমান রয়েছে। আগের চেয়েও সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে এই মেগাস্টারের। বর্তমানে ‘টাইগার ৩’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা।

সূত্র : বলিউড হাঙ্গামা

LEAVE A REPLY