ছবি : ক্রিকইনফো
এক ম্যাচে আগেই দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটিং নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন বীরেন্দ্র শেবাগ। এমনকি তাকে আইপিএলে আর না খেলার আহ্বান জানান তিনি। আর গতকালের ম্যাচের পর ফের ওয়ার্নারের ব্যাটিং নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তার স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গতকাল মঙ্গলবারের ম্যাচে ৪৭ বলে ৫১ রানের ধীরগতির ইনিংস খেলেছেন ওয়ার্নার। তার দলও টানা চতুর্থ ম্যাচ হেরেছে। এরপর টুইটারে হার্শা লিখেছেন, ‘গ্রেট ডেভিড ওয়ার্নার রান করতে এতটা সংগ্রাম করছেন, যেটা দেখা মোটেই সহজ বিষয় নয়। এই মুহূর্তে তার ব্যাটিং দিল্লিকে ছন্দে ফেরাতে পারছে না। অক্ষরের দুর্দান্ত ইনিংসেই দিল্লি ১৭২ রানের সংগ্রহ পেয়েছে।’
অথচ পরিসংখ্যান কিন্তু একদিক দিয়ে ওয়ার্নারের পক্ষ নিচ্ছে। কারণ চলতি আসরে এখন পর্যন্ত তিন ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২০৯ রান করেছেন ওয়ার্নার। কিন্তু সমস্যা একটাই―স্ট্রাইকরেট। ওয়ার্নারের মতো ব্যাটারের স্ট্রাইকরেট যদি ১১৪.৮৩ হয়, তাহলে সমালোচনা হবেই। কারণ ২২৫ রান নিয়ে শীর্ষে থাকা শিখর ধাওয়ানের স্ট্রাইকরেট ১৪৯। তিনে থাকা রুতুরাজ গায়কোয়াড়ের স্ট্রাইকরেট ১৬১।
উল্লেখ্য, টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়ার্নার ৫৫ বলে ৬৫ রান করার পর ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ বেজায় ক্ষিপ্ত হয়েছেন। তিনি বলেছিলেন, ‘জয়সওয়ালের কাছ থেকে শেখো। সে ২৫ বলে ফিফটি করেছে। আর সেটি যদি করতে না পারো, তাহলে আইপিএলে খেলতে এসো না।’