সংগৃহীত ছবি
ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ কোচ হিসেবে মোটেও সুবিধা করতে পারছেন না। জাতীয় নারী দলের প্রধান কোচ হিসেবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার কোনো অর্জন নেই। বরং হতাশাজনক পারফরম্যান্সের কারণে কারণে তার সঙ্গে চুক্তি নবায়ন করছে না উইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেইসঙ্গে তার দুই সহকারী রবার্ট স্যামুয়েলস ও কোরি কলিমোরকেরও চুক্তি নবায়ন করা হচ্ছে না।
২০১৬ সালে বাংলাদেশ জাতীয় পুরুষ দলের পেস বোলিং কোচ হয়েছিলেন ৫০০ টেস্ট উইকেটের মালিক ওয়ালশ। ২০১৯ সালে তার মেয়াদ শেষ হয়। ওই সময় তিনি প্রধান কোচ হতে চাইলেও তাকে রাখেনি বিসিবি। তার সময়ে দেশের পেসাররা খুব একটা উন্নতিও করতে পারেননি। এরপর ২০২০ সালের অক্টোবরে তিনি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। কিন্তু তার কোচিংয়ে ২০২২ ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্ব থেকেই বিদায় নেয় উইন্ডিজ নারী দল।
ওয়ালশকে বিদায় জানিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক ও সাবেক অলরাউন্ডার জিমি অ্যাডামস বলেছেন, ‘গত আড়াই বছরে অবদান রাখার জন্য কোর্টনি ও তার টেকনিক্যাল দলের প্রতি আমরা কৃতজ্ঞ। তার সামনের দিনগুলোর জন্য শুভকামনা। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রতিজ্ঞাবদ্ধ এবং এখন আমরা নতুন প্রধান কোচ ও টেকনিক্যাল কমিটি বাছাইয়ে মনোযোগ দেব। এই নিয়োগ প্রক্রিয়ার সময়ে অন্তবর্তীকালীন একটি টেকনিক্যাল টিম দায়িত্ব পালন করবে।’