রণবীর ও ক্যাটরিনার মায়ের বাগযুদ্ধ

রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্কের কথা সবারই জানা। তারা একসঙ্গে কয়েকটি ছবিতে কাজ করেছেন। পর্দায় সফল এই জুটির বাস্তবে ঘর বাঁধার স্বপ্ন ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। 

বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে সুখের সংসার করছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে মেয়ে রাহা ও স্ত্রী আলিয়াকে নিয়ে সুখী দাম্পত্যে রয়েছেন রণবীরও। 

সম্প্রতি ছেলেমেয়ের অতীত সম্পর্ক নিয়ে ক্যাটরিনা এবং রণবীরের মায়ের বাগযুদ্ধ চরমে পৌঁছেছিল। পরোক্ষভাবেই সমাজমাধ্যমে পরস্পরকে তীর ছুড়ছিলেন ক্যাটরিনার মা সুজ়ান টারকোট এবং রণবীরের মা নীতু কাপুর। 

সেই লড়াইয়ে যতিচিহ্ন টানলেন সুজ়ান। নিজের ভাইরাল পোস্টের ওপর একটি নতুন বিবৃতি যোগ করে লিখলেন, ‘কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি।’

এরআগে নীতু কাপুর একটি ধোঁয়াশাপূর্ণ পোস্ট দিয়েছিলেন। 

ঋষিপত্নী নাম না করেই বলেছিলেন, ‘সাত বছর সে তোমার সঙ্গে সম্পর্কে ছিল মানে এই নয় যে, সে তোমাকেই বিয়ে করবে। আমার কাকা ছয় বছর ডাক্তারি পড়েছিলেন, এখন তিনি ডিজে (ডিস্কো জকি)।’

নাম উচ্চারণ না করলেও অনেকেই অনুমান করে নেন যে, তিনি ক্যাটরিনাকে ইঙ্গিত করেই কথাটি বলেন। 

ক্যাটরিনা বহু দিন ‘ব্রহ্মাস্ত্র’-এর নায়কের সঙ্গে সম্পর্কে ছিলেন। ক্যাটরিনার মা একটি উদ্ধৃতি শেয়ার করে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি বাড়ির পরিচর্যাকারী একজন মানুষ আর কোনো সংস্থার প্রধানকে সমান মর্যাদা দেওয়ার শিক্ষা পেয়েছি।’

LEAVE A REPLY