ট্যাক্সিচালকের ভাড়া না দিয়েই পালিয়েছিলেন সালমান খান!

সালমান খান

বলিউডের ভাইজান সালমান খান। বর্তমানে ভারতের সবচেয়ে বড় মেগাস্টার তিনি। অভিনয়ের জন্য যেমন শিরোনামে আসেন, তেমনি তার উদারতার জন্যও আলোচনার কেন্দ্রে থাকেন সব সময়। বহু মানুষকে আর্থিকভাবে সাহায্য করেছেন সালমান খান। কিন্তু নিজে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত নন তিনি। এক কামরার ফ্ল্যাটেই থাকেন এই মহাতারকা।

এখন সালমান খানের যেটুকু আর্থিক প্রতিপত্তি, আগে এসবের কিছুই ছিল না। বিখ্যাত লেখক সেলিম খানের ছেলে হলেও নিজের যোগ্যতা আর শ্রম দিয়েই ইন্ডাস্ট্রিতে উঠে আসতে হয়েছে তাকে। কলেজজীবনে আর্থিক কষ্ট করেছেন। শুরুর দিকে বাড়ি ভাড়া দিতে পারতেন না অর্থাভাবে। একবার ট্যাক্সিতে উঠেও টাকা দিতে পারেননি চালককে। কলেজজীবনের সেই গল্প সম্প্রতি শেয়ার করলেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রচারে এসে।

সালমান বলেন, ‘সাধারণত আমরা ট্রেনে করেই কলেজে যেতাম। কিন্তু মাঝেমধ্যে মনে হতো একটু আরাম করে যাওয়ার কথা। এক দিন ট্যাক্সি নিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার এটাই যে, আমার কাছে কোনো টাকাই ছিল না। কলেজ থেকে একটু দূরের রাস্তায় ট্যাক্সিচালককে দাঁড় করাই। বলি যে, টাকা নিয়ে আসছি। কিন্তু আমি আর ফিরে আসিনি।’

এর পরের ঘটনাও সিনেমার মতো। সালমান বলেন, ‘আস্তে আস্তে আমি মডেলিং করতে শুরু করি, ভালো রকম উপার্জন করতে থাকি। এক দিন বাড়ি ফেরার সময় ট্যাক্সি নিই। ট্যাক্সিচালক আমাকে বারবার বলতে থাকেন, তিনি আমাকে কোথাও দেখেছেন। বাড়ি পৌঁছে আমি তাকে বলি, ওপর থেকে টাকা এনে দিচ্ছি। সঙ্গে সঙ্গে পুরনো ঘটনা মনে পড়ে যায় সেই চালকের, আমায় তিনি চিনতে পারেন। আমরা দুজনই হাসতে থাকি তারপর।’

সালমান খানের আসন্ন চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল সহ এক ঝাঁক তারকা। ২১ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

LEAVE A REPLY