‘ওয়ার ২’ বানাতে মোটা পারিশ্রমিক নিচ্ছেন অয়ন মুখার্জি

২০২২ সালে অয়ন মুখার্জির পরিচালনায় মহাকাব্যিক চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’ রীতিমতো আলোড়ন ফেলে দেয় বলিউডে। বক্স অফিসে সফলতার পাশাপাশি চলচ্চিত্রটি ঘিরে তুমুল আলোচনায় রাতারাতি তারকা পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছে অয়নকে। সেই সুবাদে যশ রাজ ফিল্মসের মতো ভারতের শীর্ষ সংস্থার নজর এখন অয়ন মুখার্জির উপরে। কিছুদিন আগেই নিশ্চিত করা হয়েছে যশ রাজ স্পাই ইউনিভার্সের আসন্ন চলচ্চিত্র হৃতিক রোশনের ‘ওয়ার ২’ পরিচালনা করবেন অয়ন মুখার্জি। এবার শোনা যাচ্ছে, সিনেমাটি পরিচালনার জন্য তাকে মোটা অঙ্কের অর্থ প্রদান করা হচ্ছে।

অয়ন মুখার্জি

একটি নিউজ পোর্টাল অনুসারে, অয়ন পরিচালকের ফি হিসাবে ৩২ কোটি রুপি উল্লেখ করে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। চলচ্চিত্র নির্মাতা এই মাসে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন এবং এই বছরের নভেম্বরে শুটিং শুরু করার পরিকল্পনা করছেন। ‘ওয়ার ২’-এ হৃতিক রোশনকে প্রধান চরিত্রে দেখা যাবে এবং এটি ২০২৪ সালের শেষের দিকে বা ২০২৫ সালের শুরুর দিকে পর্দায় আসবে। এই ফিল্মটি হবে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’-এর মতো বড় সিনেমাগুলোর পরে ‘টাইগার ৩’ এই মুহূর্তে লাইনআপে রয়েছে। শাহরুখ ও সালমান খান অভিনীত আরেকটি চলচ্চিত্র ‘টাইগার ভার্সেস পাঠান’-এর কাজও চলছে বলে জানা গেছে।

এদিকে শোনা যাচ্ছে, বলিউডের শীর্ষ নির্মাতা ও প্রযোজক করণ জোহর চান, অয়ন নিজের মহাকাব্যিক চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েলের কাজ শুরু করার পর ‘ওয়ার ২’ শুরু করুক। একটি সূত্র বলছে, “ব্রহ্মাস্ত্র ছেড়ে ‘ওয়ার ২’-এর কাজ হাতে নেওয়ায় অয়নের প্রতি হতাশ করণ। আসলে করণ চায় অয়ন প্রথমে ব্রহ্মাস্ত্রের সিক্যুয়ালগুলো সম্পূর্ণ করুক এবং তারপরে অন্য কোনো প্রকল্প গ্রহণ করুক, কারণ এটিই তাদের চুক্তির শর্ত ছিল। জানা গেছে, করণ ইতিমধ্যেই ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন ফ্র্যাঞ্চাইজিটির জন্য এবং আট বছরেরও বেশি সময় ধরে সিনেমাটির জন্য নিজেকে ব্যস্ত রেখেছেন। তবে অয়ন নিজেও জানিয়েছেন, শীঘ্রই ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাজ ধরবেন তিনি।”

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

LEAVE A REPLY