গত ৪০ বছরে বাংলা ছবিতে অনেক কিছু এনেছি : প্রসেনজিৎ

প্রসেনজিৎ

পর্দার জন্য বারবারই নিজেকে ভেঙেছেন। ধরা দিয়েছেন বিভিন্ন চরিত্রে। কখনও তিনি রোগা পাতলা, উসকো খুসকো চেহারার ‘বাল্মীকি’, কখনও আবার তিনি গডফাদার ‘শ্রীকান্ত রায়’। তিনি টলিউডের অন্যতম স্তম্ভ। তার হাত ধরেই বিগত চার দশক ধরে উজ্জ্বল টলিউড। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, বিগত ৪০ বছরে বাংলা চলচ্চিত্রে তার অবদানের কথা।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, “আমার ক্যারিয়ারে গত ৪০ বছরে বিভিন্ন সময়ে অনেককিছুই বাংলা ছবিতে এনেছি, আর তা সবই ধাপে ধাপে। সেটা এখানে রিলেট করতে পেরেছি। আসলে যে কোনও ইন্ডাস্ট্রিতেই এমন কিছু মানুষ বা সঞ্চালকের দরকার হয়। সবাই মিলেই কাজ করেন। তবে একজন কাউকে দরকার হয়, যিনি চালনা করেন। আমি যখন কাজ করি, প্রযোজকদের বলি, এটা কি করা যায়? কিংবা ওটা একটা নতুন কিছু করা যেতে পারে। এটা আমি করেই থাকি। যদিও সব টিম ওয়ার্ক। তবে আমার নামটা বারবার আসে কারণ, আমি দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছি। বিভিন্ন পরিবর্তনে আমি সামিল হয়েছি, সেই সাদা-কালো ছবির সময় থেকে। তারপর বহু প্রযুক্তি এসেছে, সবেতেই আমি কাজ করেছি। আর এখন ওটিটিতেও রয়েছি। 

এতোদিন পর মুম্বাইয়ে কাজে ফেরার প্রসঙ্গে বুম্বাদা বলেন, “নাহ, সেভাবে কিছু নয়। আমি সবটাই ভীষণ উপভোগ করছি। এখন ওখানেও কোথায় গেলে আমায় এসে শ্রীকান্ত রয় বলে জড়িয়ে ধরছেন। হয়ত অনেককে চিনিও না। দুই দিন আগেই একজন এসে বললেন, ‘স্যার, নো বডি এলস কেন ডু শ্রীকান্ত রয়।’ এটা শুনতে বেশ ভালো লাগল। আমি এতবছর কাজ করেছি, এখন মুম্বাইতে একেবারে নতুন টিমের সঙ্গে কাজ করছি, নতুন অভিনেতাদের সঙ্গে কাজ করছি, এমনকি সেটা কলকাতাতেও। আসলে যখন কাজ করি, আমার মধ্যে আমি এটা, আমি ওটা, এই বিষয়টা থাকে না। নাহলে ‘শেষপাতা’ করতে পারতাম না।”

সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিতের হিন্দি ওটিটি সিরিজ জুবলি। এতে প্রসেনজিতের অভিনয় নজর কেড়েছে সকলের। দীর্ঘদিন পর হিন্দিতে কাজ করলেন টলিউডের বুম্বাদা।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

LEAVE A REPLY