দেবকে ফিরিয়ে দিলেন শ্রাবন্তী!

দেব-শ্রাবন্তী

নববর্ষে অনুরাগীদের উপহার দিলেন দেব। সকাল সকাল তার আগামী ছবি ‘প্রধান’-এর ঘোষণা করেন এই তারকা। ‘টনিক’, ‘প্রজাপতি’র পর ফের একবার পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে জুটি বেঁধেছেন সুপারস্টার। এ বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা সেই ছবির। এর দুই ঘণ্টার মাথায় যমজ উপহার নিয়ে হাজির হন দেব। এদিনই প্রকাশ্যে আসে দেবের আগামী ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-এর ফার্স্ট লুক। বিরসা দাশগুপ্তের পরিচালনায় এবার টলিউডের নয়া ব্যোমকেশ দেব। এ দুই যমজ উপহারের পরেই সন্ধ্যাবেলা টুইটারে অনুরাগীদের সঙ্গে প্রশ্ন-উত্তর সেশন করেন সুপারস্টার। নানা প্রশ্নের উত্তরের জবাব দেন দেব। সেখানেই আসে শ্রাবন্তী প্রসঙ্গ।

সেই প্রশ্নোত্তর পর্বে শ্রাবন্তীকে নিয়ে প্রশ্ন তোলেন এক অনুরাগী। তিনি লেখেন, কবে আবার একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে? সামনে কি কোনো ছবিতে দেখা যাবে তাদের একসঙ্গে? উত্তরে দেব বলেন, ‘অ্যাপ্রোচ করেছিলাম, শ্রাবন্তী বলল ডেট নেই। কিন্তু ও আমার অন্যতম পছন্দের নায়িকা।’ 

দেব ও শ্রাবন্তী একসঙ্গে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। সেখানে ‘সেদিন দেখা হয়েছিল’, ‘শুধু তোমারই জন্যে’, ‘বিন্দাস’-এর মতো বাণিজ্যিক ছবির পাশাপাশি রয়েছে ‘বুনোহাঁস’-এর মতো ছবিও। কিন্তু বেশ কয়েক দিন একসঙ্গে পর্দায় দেখা যায়নি দেব ও শ্রাবন্তীকে। সে কারণেই ভক্তরা প্রশ্ন তোলেন কবে ফের দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। তখনই মজার ছলে দেব বলেন, শ্রাবন্তীর ডেট নেই।

প্রসঙ্গত, ‘প্রজাপতি’র দুরন্ত সাফল্যের জোয়ারে গা না ভাসিয়ে, দেব ডুবে রয়েছেন একের পর এক কাজেই। আসন্ন ছবি ‘বাঘাযতীন’-এর শুটিং ইতিমধ্যে শেষ করে ফেলেছেন। পাশাপাশি দেব এই বিশেষ দিনে অনুরাগীদের সামনে আনলেন তার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গরহস্য’র প্রথম লুক। সত্যান্বেষী হয়ে উঠতে প্রস্তুত দেব। বহু বছর আগেই লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টির হাত ধরেছিল ভারতীয় সিনে ইন্ডাস্ট্রি। সেই ট্রেন্ড আজও চলছে। উত্তম কুমার থেকে শুরু করে রজিত কাপুর হয়ে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সুশান্ত সিং রাজপুত, এমনকি সুজয় ঘোষকেও পর্দায় দেখা গেছে সত্যান্বেষীর ভূমিকায়। এবার দেখার নতুন ব্যোমকেশের ভূমিকায় দেব কী ফুল ফোটান। অন্যদিকে শ্রাবন্তীও ব্যস্ত একের পর এক ছবি নিয়ে। সম্প্রতি রাজর্ষি দের ‘সাদা রঙের পৃথিবী’ ছবিতে কাজ করছেন। এই প্রথম দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে পহেলা বৈশাখেই হয়ে গেল ‘দেবী চৌধুরানী’ ছবির শুভ মহরৎ। সেই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।

সূত্র : সংবাদ প্রতিদিন

LEAVE A REPLY