চলে গেলেন বিখ্যাত পিয়ানোবাদক আহমেদ জামাল

US jazz pianist and composer, Ahmad Jamal (born Frederick Russell Jones) smiles during the Marciac Jazz Festival on August 3, 2016 in Marciac. / AFP / Rémy GABALDA / NO COLOUR VERSION AVAILABLE (Photo credit should read REMY GABALDA/AFP via Getty Images)

আহমেদ জামাল

বিখ্যাত জ্যাজ পিয়ানোবাদক, সুরকার এবং ব্যান্ড দলের নেতা আহমেদ জামাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সুরকারের স্ত্রী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জামালের মেয়ে সুমায়া জামাল নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যান্সারের সাথে লড়াই করছিলেন জামাল। ম্যাসাচুসেটসের অ্যাশলে ফলসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সাত দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতে আইকনিক ক্যারিয়ার ছিল সুরকার ও পিয়ানোবাদক জামালের। তিনি জ্যাজ আইকন মাইলস ডেভিসের বন্ধু ছিলেন। সঙ্গীতশিল্পীদের একটি প্রজন্মকে নিজের সুর ও মেধায় প্রভাবিত করেছেন জামাল।

 আহমেদ জামাল

সুরের উস্তাদ জামাল বিরল বাদ্যশৈলীর জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। ১৯৯৪ সালে নাসের ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োরস’-এর ক্লাসিক র‌্যাপ গানে তার সুর ‘আই লাভ মিউজিক’ দিয়ে দারুণ খ্যাতি অর্জন করেছিলেন জামাল। ২০০৭ সালে ‘লিভিং জ্যাজ লিজেন্ড’-এর জন্য কেনেডি সেন্টার পুরস্কার অর্জন করেন জামাল এবং ২০১৭ সালে সঙ্গীত ইতিহাসে তার অবদানের জন্য আজীবন সম্মাননার গ্র্যামি পুরস্কারে ভূষিত হনঅ

জ্যাজ আইকন ডেভিস একবার বলেছিলেন, “আমার সমস্ত অনুপ্রেরণা আসে আহমদ জামালের কাছ থেকে।” নিজের আত্মজীবনীতে ডেভিস লিখেছিলেন, “জামাল নিজের ধারণা, তার সঙ্গীতের স্পর্শ, তার সুরের জাদুতে আমাকে মোহিত করেছেন। তিনি আমার কাছে অনুপ্রেরণার অপর নাম।”

মৃত্যুকালে জামাল তার তৃতীয় ও প্রাক্তন স্ত্রী লরা হেস-হে, তার মেয়ে সুমায়া এবং দুই নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সূত্র : বিবিসি নিউজ

LEAVE A REPLY