৪৯ বলের সেঞ্চুরিতে ১৫ বছরের খরা কাটালেন ভেঙ্কটেশ

ছবি : ক্রিকইনফো

আইপিএলের চলতি আসরের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন ভেঙ্কটেশ আয়ার। এর মাধ্যমে ১৫ বছরের সেঞ্চুরি খরা কাটল কলকাতা নাইট রাইডার্সের। ২০০৮ সালের আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে কলকাতার হয়ে সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডেন ম্যাককালাম।

সেই ম্যাচে ১৫৮ রানের আগ্রাসী ইনিংস এসেছিল নিউজিন্ডের সাবেক অধিনায়কের ব্যাট থেকে। তারপর থেকে আর কোনো ব্যাটার কলকাতার হয়ে সেঞ্চুরি করতে পারেননি। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৫ বছর পর কলকাতার হয়ে দ্বিতীয় সেঞ্চুরিটি এল ভেঙ্কটেশের ব্যাট থেকে। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৯ বলে সেঞ্চুরি পূরণ করেন ভেঙ্কটেশ। ৫১ বলে ১০৪ রান করে তিনি আউট হয়ে যান। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৯টি ছক্কার মার।

ভেঙ্কটেশের সেঞ্চুরির দিনে কলকাতার স্কোর অবশ্য দুইশ ছাড়াতে পারেনি। বাকি ব্যাটারদের কেউই পারেননি বড় ইনিংস খেলতে। দ্বিতীয় সর্বোচ্চ ২১* রান করেন আন্দ্রে রাসেল। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৮ আর জগদীশন করেন ৫ বলে ০ রান। এছাড়া অধিনায়ক নিতিশ রানা ৫, শার্দুল ঠাকুর ১৩, রিংকু সিং ১৮ বলে ১৮ এবং সুনিল নারাইন ২* রান করেন। বল হাতে ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন হৃত্বিক সুখেন। ২০ ওভারে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৮৫ রান।

LEAVE A REPLY