ধোনি-কোহলি মুখোমুখি

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বৈরথ আলাদা মাত্রা পেতে চলেছে আজ। দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হচ্ছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনি।
কোহলি-দু প্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ধোনির চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

চেন্নাই সুপার কিংস রয়েছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে, আর কোহলিরা সাত নম্বরে। কিন্তু দুই দলেরই পয়েন্ট সমান। তবে ধোনিরা এগিয়ে আছে নেট রানরেটে। ব্যাট হাতে ছন্দে আছেন কোহলি। দুইদিন আগেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক। সেই ম্যাচে সেরা খেলোয়াড় রয়েছেন ফুরফুরে মেজাজে। রবিবার বাচ্চাদের প্লে-হাউসে গিয়ে ছবি তুলেছেন কোহলি। সেই ছবি সামাজিক মাধ্যমে আপলোড করে তিনি লিখেছেন, ‘দিল তো বাচ্চা হ্যায় জি!’ মনটা তো সব সময় শিশুর মতো!

ধোনি বনাম কোহলি দ্বৈরথ হওয়ার পথে একমাত্র কাঁটা ছিল চেন্নাই অধিনায়কের হাঁটুর চোট। আগের ম্যাচে ধোনি আগ্রাসী ব্যাটিং করলেও তাকে খোঁড়াতে দেখা গিয়েছে রান নেওয়ার সময়। তবে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছেন, ‘ধোনির না খেলার কোনো কারণ নেই।’ চেন্নাই ভক্তদের আশ্বস্ত করে ধোনি রবিবার অনুশীলনে নেমে পড়েন। আরসিবি ম্যাচের মহড়ায় সিএসকে অধিনায়ককে রীতিমতো আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতেও দেখা যায়।

LEAVE A REPLY