বাফুফের সম্পাদক নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন পাপন ১৭ এপ্রিল

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফুটবল সংক্রান্ত সকল কার্যকলাপ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। সেইসঙ্গে মিথ্যা এবং জাল নথি প্রদান করায় তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা বিষয়টি নিশ্চিত করে। আজ সোমবার মিরপুরের একাডেমি মাঠে গরীবদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে বাফুফের প্রসঙ্গেও মুখ খুলতে হয়েছে বিসিবি সভাপতির।

খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধনের পর সংবাদ সম্মেলনে কথা বলেন পাপন। বাফুফের সাধারণ সম্পাদক নিষিদ্ধ হওয়ায় সংগঠক হিসেবে কী মনে করছেন?  এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘নো কমেন্ট, ক্রিকেটের বাইরে কোনো কিছুতে আগ্রহ নাই এই মুহূর্তে।’ এই বিষয়েই অপর প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমি নিশ্চিত যে ফেডারেশনে যারা আছে, ক্রীড়া মন্ত্রণালয়, তারা বিষয়টি দেখছে। এটা নিয়ে মন্তব্য করার সময় এখনো হয়নি। তারা কী করছে একটু শুনে নিই, বুঝে নিই তারপর। ফুটবল নিয়ে কথা বলার উপযুক্ত সময় এখন না।’

কদিন আগেই বাফুফেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিসিবি সভাপতি। সেই দিন ক্ষোভ থেকেই এমন কথা বলেছিলেন তিনি। আজ পাপন জানান, ‘ক্ষোভটা ছিল মেয়েরা (বিদেশ সফরে) যেতে পারেনি। অনেক সময় নিয়ে ওই কথাগুলো বলেছিলাম। এটা এখন শেষ। আর ওখানে কী সমস্যা হচ্ছে না হচ্ছে, আমি নিশ্চিত এটা নিয়ে বডির দায়িত্বপ্রাপ্তরা কাজ করছেন, করবেন।’

LEAVE A REPLY