অভিষেকের দিনে ছেলেকে যে উপদেশ দিলেন টেন্ডুলকার

ছবি : ক্রিকইনফো

মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে গতকাল রবিবার আইপিএলে অভিষেক হয়ে গেছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। বাবার ব্যাটিং গুণ তিনি পাননি, বাঁহাতি পেস বোলিং করেন। ২০২১ সালে মুম্বাই তাকে দলে নিয়েছিল। তবে মাঠে নামার সুযোগ পাননি। এবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ২ ওভার বোলিং করে দেন ১৭ রান। 

এই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল খেলেছেন অর্জুনের বাবা শচীন টেন্ডুলকার। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার একই দলের হয়ে বাবা এবং ছেলের খেলার ঘটনা ঘটল! তবে সেটা ভিন্ন সময়ে। ছেলের অভিষেকের দিনে তাকে মহাগুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। যেটা শুধু অর্জুনের জন্যই নয়, বরং উঠতি ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

টুইটারে শচীন লিখেছেন, ‘অর্জুন, আজ (গতকাল) তুমি ক্রিকেটার হিসেবে তোমার পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে। তোমার বাবা, যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, যে ক্রিকেট খেলাটারও অনুরাগী, আমি জানি, তুমি সামনের দিনগুলোতে খেলাটাকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসবে। ক্রিকেটও তোমাকে তার ভালোবাসা ফিরিয়ে দেবে। এই জায়গায় আসতে তুমি অনেক কষ্ট করেছ। আমি নিশ্চিত, তুমি আরও পরিশ্রম করে যাবে। এটা তোমার দারুণ এক পথচলার শুরু মাত্র। শুভ কামনা রইল!’

LEAVE A REPLY