মৌসুমের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা ঈশ্বরদীতে

দাবদাহ ও গরমে মাথায় পানি দিচ্ছেন রাজধানীর এক ব্যক্তি।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে, ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এক দশকের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার এ উপজেলায়। এদিকে এ এলাকার মানুষ গরমে হাঁসফাঁস করছে। 

আজ সোমবার (১৭ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। বিকেল ৩টার আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, আজ এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে। বিকেল ৩টায় ঈশ্বরদীর তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো জানান, আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকার অবস্থা এখনো অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY