গর্ভবতী সানাকে টানতে টানতে নিয়ে চললেন স্বামী!

সানা খান ও আনাস সাইয়্যাদ

গ্ল্যামার জগতে একসময় যার বিচরণ ছিলো, সুন্দর ভবিষ্যতের হাতছানিও দিচ্ছিল সামনে, ঠিক সেই সময় চাকচিক্যের এই জগত ছেড়ে দেন অভিনেত্রী সানা খান। বিনোদন জগৎ ছেড়ে মুফতি আনাস সাইয়্যাদকে বিয়ে করেছেন সানা খান। এই জুটি এখন তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন। রবিবার মুম্বাইয়ে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে দেখা গিয়েছিল প্রাক্তন অভিনেত্রী সানা খান এবং তাঁর স্বামীকে। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে মুফতি সানার হাত ধরে পাপারাৎজিদের সামনে দিয়ে অনুষ্ঠানে দ্রুত টেনে নিয়ে যাচ্ছেন। তখন সানা বলছেন যে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন আর হাঁটতে পারছেন না। প্রাক্তন অভিনেত্রী একটি কালো বোরখা পরেছিলেন। মুফতি আনাস একটি কালো লম্বা নবাবি, সাদা কুর্তা এবং পাজামা পড়েছিলেন।

সানা খানের বিয়ের ছবি

বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে সানা এবং আনাসের ভিডিওটি ইনস্টাগ্রামে এক সাংবাদিকের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। ক্যাপশনে লেখা ছিল, “সানা খান তার স্বামীর সঙ্গে বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন! মনে হচ্ছে তারা তাড়াহুড়ায় ছিলেন! 

ভিডিওটি প্রকাশ হতেই রীতিমতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গর্ভবতী সানাকে এভাবে টেনে নিয়ে যাওয়াটা অনেকেই ভালো চোখে নিতে পারেননি। তবে এই বিষয় নিজের বক্তব্য জানালেন সানা। পাপারাৎজির শেয়ার করা সেই ভিডিওটিতে সানা মন্তব্য করে জানিয়েছেন যে, বিষয়টি আসলে তেমন নয়। ভক্তদের উদ্বেগের জন্য ধন্যবাদও জানিয়েছেন সানা। সানা লিখেছেন, “আমরা বেরিয়ে আসার পরে ড্রাইভার এবং গাড়ির সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পরেছিল এবং আমি তার চেয়ে বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিলাম। স্বাভাবিকভাবে খুব ঘাম হচ্ছিল এবং অস্বস্তি বোধ হচ্ছিল, তাই আমার স্বামী আমাকে ভিতরে নিয়ে যেতে চাইলেন যাতে আমি বসে পানি এবং একটু বাতাস খেতে পারি। আমিই তাকে বলেছিলাম চলো তাড়াতাড়ি ভিতরে যাই কারণ আমরা পাপারাৎজিদের বিরক্ত করতে চাই না, যারা সেখানে বাকি সমস্ত অতিথিদের ছবি তুলছিলেন। তাই শুধু একটি অনুরোধ, অনুগ্রহ করে অন্য কিছু ভাববেন না। আপনাদের উদ্বেগের জন্য আবারও সবাইকে ধন্যবাদ। এখানে সকলের প্রতি রইল অনেক ভালোবাসা রইল।”

‘হাল্লা বোল’, ‘ওয়াজাহ তুম হো’র মতো সিনেমায় অভিনয় করেছেন সানা খান। তিনি একজন প্রতিযোগী হিসেবে ‘বিগ বস ৬’-এর অংশও ছিলেন। ২০২০ সালের নভেম্বরে আনাসকে বিয়ে করার আগে তিনি তার অভিনয় ক্যারিয়ার ছেড়েছিলেন। এই বছরের মার্চ মাসে, তিনি একটি সাক্ষাৎকারে গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র : জি নিউজ

LEAVE A REPLY