মাইলি সাইরাসের ‘৯০০’ মিলিয়নের মাইলফলক

মাইলি সাইরাস

মার্কিন জনপ্রিয় গায়িকা মাইলি সাইরাসের মুকুটে আরেকটি স্বর্নের পালক যুক্ত হলো। তার জনপ্রিয় গান ‘ফ্লাওয়ারস’ ‘স্পটিফাই’-এর ইতিহাসে দ্রুততম গান হিসেবে ৯০০ মিলিয়ন স্ট্রিম করেছে। এ বছর ১২ জানুয়ারি হিট ট্র্যাকটি প্রকাশ করেন গায়িকা যা তার ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ নামক অ্যালবামের একটি ট্র্যাক।

এর আগে ‘ফ্লাওয়ারস’ এক সপ্তাহের মধ্যে ১০০ মিলিয়ন স্ট্রীম করার কৃতিত্ব অর্জন করে ‘স্পটিফাই’-এর রেকর্ড ভেঙেছে। স্পটিফাইয়ের শিল্পী এবং লেবেল অংশীদারিত্বের প্রধান জনা কফি সাইরাসের এই কৃতিত্বের উপর একটি বিবৃতি দিয়েছেন। 

বিবৃতিতে জনা কফি বলেন, এক সপ্তাহে ‘ফ্লাওয়ার্স’-এর সবচেয়ে বেশি স্ট্রিমের রেকর্ড ভাঙতে দেখা অবিশ্বাস্য ব্যাপার! প্রথম দিন থেকেই গানটি আশ্চর্যজনক সূচনা করেছে এবং এরপর থেকে এটি কেবল বেড়েই চলেছে।”

গানটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড করে যাচ্ছে। এর আগে, ‘ফ্লাওয়ার্স’ দীর্ঘ সময়ের জন্য বিলবোর্ড ‘হট ১০০’ চার্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল। সর্বাধিক বিক্রিত অ্যালবাম হিসেবেও এটি রেকর্ড গড়েছে। ‘ফ্লাওয়ার্স’ প্রথম গান, যা পরপর তিন সপ্তাহে ৩০ হাজারের বেশি বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে ৬৫ হাজার এবং তার আগের সপ্তাহে ৭০ হাজার বিক্রি হওয়ার পর তৃতীয় সপ্তাহেও এটি ৩০ হাজার বিক্রি ছাড়িয়েছে। ২০২১ সালে কোল্ডপ্লে এবং বিটিএসের ‘মাই ইউনিভার্স’ প্রথম চার সপ্তাহের প্রতিটিতে ৩০ হাজারের বেশি বিক্রি হয়েছিল।

সূত্র : বিলবোর্ড

LEAVE A REPLY