কোনো দুর্নীতির অভিযোগ নেই : সালাম মুর্শেদী

সংগৃহীত ছবি

ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগে বাফুফের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সব ধরনের ফুটবল বিষয়ক কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা। গত শুক্রবারের এ ঘটনার পর আজ সোমবার জরুরি সভা ডেকে সোহাগকে বাফুফে থেকে আজীবনের জন্য বহিষ্কার করেন কাজী সালাউদ্দিন-সালাম মুর্শেদীরা। এরপর সংবাদ সম্মেলনে সালাম মুর্শেদী দাবি করেন, ফিফা থেকে কোনো দুর্নীতির অভিযোগ নেই!

বাফুফের সিনিয়র সহসভাপতি ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর ভাষায়, ‘কোনো দুর্নীতির অভিযোগ নেই। কোনো একটা জিনিস ক্রয় করতে সে (সোহাগ) প্রপারলি করেনি, তাই তদন্ত করেছে ফিফা। জালিয়াতি হলে সে ব্যক্তিগতভাবে করেছে। সে বলেছে, সে অর্থ একটা জায়গায় পাঠিয়েছে কিন্তু এটা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের নয়। ফিন্যান্স কমিটির কোনো সম্পর্ক নেই। সে যদি সঠিকভাবে করত তবে নিষিদ্ধ হতো না।’

ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হয়েও দেশের ফুটবলের জন্য লজ্জাজনক এ ঘটনার দায়ভার নিতেও রাজি নন মুর্শেদী, ‘না না, আমরা কোনো দোষ নেব না। আমরা বলব সে সঠিকভাবে কাজ করেনি। এএফসি, ফিফা থেকে নিয়মিত চিঠি আসে আমাদের কাছে। কিন্তু এই ব্যাপারটা হয়তো সেভাবে পড়েনি। সে তার ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করেনি, সে কারণে আর এই জায়গায় পুনঃস্থাপিত করা হবে না। এই সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে।’ তবে নিজে থেকে ফেডারেশন ছাড়ার ইচ্ছা আছে কি না―এমন প্রশ্ন এড়িয়ে যান মুর্শেদী।

LEAVE A REPLY