ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে গোল উৎসবে মেতেছিল লিভারপুল। সোমবার লিডসকে ৬-১ গোলে বিধ্বস্ত করে পাঁচ ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে তারা। এটিকে চলতি মৌসুমে নিজেদের সেরা ম্যাচ বলে অবিহিতি করেছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ।
গত মৌসুমে কোয়াড্রাপল জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া লিভারপুলকে আগামী মৌসুমে ইউরোপা লিগ কিংবা ইউরোপা কনফারেন্স লিগে খেলতে হতে পারে। প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচ ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে থাকা ক্লপের শিষ্যদের সামনে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা আর নেই বললেই চলে। সপ্তম স্থানে থাকা ব্রাইটনের থেকে লিভারপুল এখন মাত্র দুই পয়েন্ট দূরে রয়েছে।
সারা মৌসুমে ফ্লপ থাকা লিভারপুলের জয়ের পর কোচ ক্লপ বলেছেন, ‘বিভিন্ন দিক থেকে এ মৌসুমে এটাই আমাদের সেরা ম্যাচ।’ আগের ম্যাচেই টেবিল টপার আর্সেনালের সাথে দুই গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করার মধ্য দিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এখনো তাদের সামনে নিজেদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।
দলের এমন বাজে পরিস্থিতির মাঝেও আসন্ন গ্রীষ্ম মৌসুমে দল শক্তিশালী করার সম্ভাবনা এখন পর্যন্ত ক্লাবটির নেই। এ নিয়ে অবশ্য ক্লপ মাঝে মাঝেই সমালোচনা করার চেষ্টা করেন। আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর ক্লপ বলেন, ‘আর্সেনালের সাথে দ্বিতীয়ার্ধটা আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। যা যা করার প্রয়োজন ছিল আমরা সেটাই করে দেখিয়েছি। আশা করছি এ ধরনের এক-দুটি ম্যাচ মৌসুম শেষে আমাদের সঠিক অবস্থানে পৌঁছে দেবে।’