প্রতিবন্ধী তরুণের ভূমিকায় মুশফিক আর ফারহান

মুশফিক আর ফারহান ও ফজলুর রহমান বাবু

সম্প্রতি প্রকাশ পেয়েছে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ্র নতুন নাটক ‘আক্ষেপ’-এর প্রথম লুক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। নাটকে লুকে ফারহানকে চেনাই যাচ্ছে না। 

একজন প্রতিবন্ধী ছেলে ও তার বাবাকে নিয়েই নাটকের মূল গল্প। এখানে অনেকেই ফারহানকে চিনতে পারছেন না আর আমরা এই কাজটি করতে চাচ্ছিলাম। নাটকটি ঈদের পরপরই জি-সিরিজের ইউটিউবে মুক্তি পাবে।

এ বিষয়ে নির্মাতা বলেন, এ গল্পটা নিয়ে চার বছর ধরেই কাজ করব করব করে করা হচ্ছিল না। ফাইনালি এই গল্পটা যখন আমি ফারহানের সঙ্গে শেয়ার করলাম, তখন সে আমাকে পরামর্শ দিল যেন ঈদের জন্য করি। এরপর পরিকল্পনা করে কাজটা শুরু করি।

নির্মাতা বলেন, কাজটা করেছি মানিকগঞ্জের পদ্মার চরে। প্রচণ্ড গরমে চরের মধ্যে কাজটা করা খুবই চ্যালেজিং ছিল। ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা কাজটা সম্পন্ন করেছি। এ জন্য সবাই খুবই পরিশ্রম করেছে। আমার এই গল্পে মুশফিক আর ফারহান ছাড়া অভিনয় করেছেন সামিরা খান মাহি, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, শোয়েব মনির, শাহীন মৃধা, রাশেদ ইমরান, মামুনসহ আরো অনেকেই। প্রথম লুক প্রকাশ করে অনেক সাড়া পেয়েছি। আশা করি, এত কষ্ট হয়তো সার্থক হবে। বাকিটা আল্লাহ ভরসা।

LEAVE A REPLY