বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। নেটিজেনরা পক্ষে-বিপক্ষে কথা বলছেন।
তবে সংগঠনটির বিষয়ে নেতিবাচক কিছু দেখছেন না কণ্ঠশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তিনি কিভাবে এই সংগঠনকে চিনলেন, কেন এর প্রতি ভালোবাসা শুরু হলো—এসব উল্লেখ করে ভূয়সী প্রশংসাও করেছেন। এরপরে ফেসবুকে কটাক্ষের শিকার হন গুণী এই অভিনেত্রী।
তবে দমে যাওয়ার পাত্রী নন শাওন। তিনি কটু কথাকে পাত্তা না দিয়ে বিদ্যানন্দের সঙ্গে কাজ করেছেন এমন ছবি পোস্ট করেছেন। বেশ কয়েকটি ছবিতে দেখা যায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন শাওন। এই কাজের অভিজ্ঞতা থেকেই সংগঠনটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ছবিগুলোর সঙ্গে শাওন লিখেছেন, ‘ছবিগুলো হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হতো না। কিন্তু বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাশে থাকায়, তাদের পক্ষে কথা বলায় কিছু মানুষ ফ্যানপেইজের কমেন্টে এবং ইনবক্সে যে পরিমাণ অশালীন কথা বলে তাদের কুরুচি এবং নিচু মানসিকতার পরিচয় দিয়েছে! তাদের জবাবে দৃঢ়চিত্তে আবারও বলতে চাই―বিদ্যানন্দ – Bidyanondo এর পাশে আছি, থাকবো।’
শাওন কাজের অভিজ্ঞতা নিয়ে এর আগে বলেছিলেন, ‘সম্প্রতি ২ পুত্রকে সঙ্গে নিয়ে বিদ্যানন্দে শ্রম দিয়েছি। তখন খুব কাছ থেকে দেখতে পেরেছি বিদ্যানন্দের তরুণ পাগলাটে কর্মীদের। তাদের মাথায় কিলবিল করে আইডিয়া, কিভাবে আরো নতুন কিছু করে মানুষের উপকার করা যায়, দেশটাকে পরিচ্ছন্ন রাখা যায়।’