ঈদের দিন কাজের মধ্যে পরিপাটিও থাকা চাই। গরমের মধ্যে নানা ধকল সামলে সাজটা সুন্দর রাখা বেশ কঠিন। ভাবুন তো সেজেগুজে কোথাও যাওয়ার পর যদি মেকআপ নষ্ট হয়ে যায়, তো কেমন লাগবে? এ জন্য আগে থেকেই কিছু বিষয়ে সতর্কতা মেনে চললে ঈদের দিনেও সুন্দর ও সতেজ থাকবে সাজ।
অতিরিক্ত প্রসাধনী নয়
শুধু গরম কেন, কখনোই অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করা উচিত নয়। এই ঈদে গরমের মধ্যে ভারী মেকআপ নেওয়া থেকে বিরত থাকুন। ক্রিমজাতীয় প্রসাধনী ব্যবহার থেকেও দূরে থাকার চেষ্টা করতে হবে। কেননা এগুলো গরমে আরো বেশি ঘেমে আপনার সাজ দ্রুত নষ্ট করে দিতে পারে। এ ছাড়া রোদ ও গরম পরিহার করার চেষ্টা করুন। এতেও সাজ সুন্দর থাকবে।
ছিমছাম হালকা সাজ
গরমের মধ্যে মেকআপ যত হালকা হবে, তত তা ভালো ও আরামদায়ক হবে। চেষ্টা করুন হালকা মেকআপেই সাজ সেরে ফেলার। সবচেয়ে জরুরি হলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ত্বক পরিষ্কার রাখা। এতে গরমের মধ্যে হালকা সাজেও সুন্দর লাগবে আপনাকে। হালকা মেকআপের পর সেটিং স্প্রে ব্যবহার করুন। মেকআপ দীর্ঘ সময় ভালো থাকবে। মেকআপের আগে ত্বকে কিছুক্ষণ বরফ ঘষে নিতে পারেন। গরমে সাজ টেকসই হবে।
ওয়াটারপ্রুফ প্রসাধনী
ঈদের দিনের সাজে ওয়াটারপ্রুফ প্রসাধনী সামগ্রী ব্যবহার করুন। এতে গরমে ঘেমে গেলেও আপনার মেকআপ নষ্ট হবে না। ওয়াটারপ্রুফ প্রসাধনী দিয়ে মেকআপ করলে সহজে ঘাম হয় না। সাজও সহজে নষ্ট হয় না। সারা দিন একটু পর পর পানি পান করুন। ডাবের পানি খেতে পারেন। ত্বক আর্দ্র ও সতেজ দেখাবে। সাজও সুন্দর থাকবে।
সানস্ক্রিন ব্যবহার
রোদ ও গরমে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বক দ্রুত কালো হয়ে যায়। সাজেও এর প্রভাব পড়ে। তাই গরমের দিনে সাজের আগে সানস্ক্রিন খুব প্রয়োজনীয় এক জিনিস। গরম তাই তেলবিহীন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সাজের কমপক্ষে আধাঘণ্টা আগে পুরো ত্বক সানব্লক ক্রিম মেখে তারপর মেকআপ করুন।
ওয়েট টিস্যু রাখুন
ঈদের দিন ঘুরতে গেলে গরমে ত্বক ঘামবেই। ঘাম দ্রুত মুছে না নিলে সাজ সহজেই নষ্ট হয়ে যাবে। এ জন্য ওয়েট টিস্যু ব্যবহার করুন। মুখ মোছার জন্য বিশেষভাবে তৈরি করা হয় ওয়েট টিস্যু। এতে ল্যাভেন্ডার নামক সুগন্ধি মেশানো থাকে। ফলে এটি ব্যবহার করলে মুখ সতেজ ও সজীব থাকে। ওয়েট টিস্যু সহজেই ত্বকের তেল ও ময়লা মুছে ফেলে।
ব্লটিং পেপার ব্যবহার
যাদের ত্বক তৈলাক্ত, তাদের সাজ সুন্দর রাখা বেশ চ্যালেঞ্জিং। ত্বক তৈলাক্ত হলে মেকআপের কিছুক্ষণ পরই কপাল, নাক, নাকের আশপাশ, ঠোঁটের নিচে, থুতনির কাছে দ্রুত তেল ভেসে ওঠে। দ্রুত মুছে না নিলে এর সঙ্গে বাইরের ময়লা মিশে মেকআপ আরো খারাপ দেখায়। এ সমস্যা থেকে বাঁচতে হাতব্যাগে ব্লটিং পেপার রাখুন। এটি অতিরিক্ত তেল দ্রুত শুষে নেয়। তেল জমা অংশে ব্লটিং পেপার চেপে ধরুন। এরপর কমপ্যাক্ট পাউডার মেখে নিন।
আরামদায়ক পোশাক
উত্সবে সাধারণত ভারী ও জমকালো পোশাক পরার চল বেশি। তবে এই গরমে আরামদায়ক পোশাক পরাটাই বুদ্ধিমানের। গরম বেশি হলে হালকা রং, পাতলা কাপড় ও আরামদায়ক কাটের পোশাক পরিধান করুন। এতে ঘাম কম হবে। সাজ সুন্দর থাকবে সারাদিন।