যে ১০০ সিনেমা হলে দেখা যাবে শাকিবের লিডার

শাকিব খান ও বুবলী

১০০ সিনেমা হল বুকিং করেছে লিডার- আমিই বাংলাদেশ। শুক্রবার দুপুরে কালের কণ্ঠকে এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা তপু খান।

এই সিনেমার চাহিদা আরো রয়েছে জানিয়ে তপু খান বলেন, ‘সিনেমার আরো চাহিদা রয়েছে, তবে অন্যান্য বাংলা সিনেমার স্বার্থে আমরা আর হল বুকিং নিইনি।’ 

এবারের ঈদে শাকিব খানের এই একটি মাত্র সিনেমাই মুক্তি পাচ্ছে। তাই বরাবরের মতো এবারও ঈদের ছবির দৌড়ে শাকিব খানই এগিয়ে থাকলেন। আট ছবির মধ্যে তার অভিনীত  ‘লিডার- আমিই বাংলাদেশ’ ছবিটির ১০০ হল বুকিং চূড়ান্ত হয়েছে।

এই ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে। এ ছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

‌‘লিডার, আমি বাংলাদেশ’ ছবির পরিবেশনার দায়িত্বে থাকা এম এম মঞ্জুর রহমান  বলেন, আমাদের এক শটি হল বুকিং সম্পন্ন হয়েছে। চাঁদরাতের আগে হলসংখ্যা আরো বাড়তে পারে। ঢাকার মধ্যে শ্যামলী বাদে সবগুলো সিঙ্গেল স্ক্রিনে (সিনেমা হল) চলবে ‘লিডার আমিই বাংলাদেশ’।

এদিকে সিনেমা হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি বলছে, সিনেপ্লেক্স বাদে দেশে চালু থাকা সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা ৫০টির মতো। তবে ঈদ মৌসুম আসায় বন্ধ থাকা প্রায় এক শর কাছাকাছি বন্ধ সিনেমা খুলছে।

পরিবেশক ও হল বুকিংয়ের দায়িত্বরত মানুষরা বলছেন, বন্ধ হলগুলো বেশি খুলছে শাকিবের কারণে।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে লিডার আমিই বাংলাদেশ, কিল হিম, লোকাল, আদম, পাপ, জ্বিন, প্রেম-প্রীতির বন্ধন ছবিগুলো। সবগুলো ছবির মধ্যে খোঁজ নিয়ে জানা যায়, স্টার সিনেপ্লেক্স বাদে সুপারস্টার শাকিব খানের ‘লিডার’ ১০০ হলে প্রদর্শন নিশ্চিত করে ফেলল। বাকি ছবির হল বুকিংয়ের চূড়ান্ত হিসাব এখনো প্রকাশ করা হয়নি।

যে ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে 

১. (স্টার সিনেপ্লেক্স) বসুন্ধরা সিটি, ঢাকা।
২. (স্টার সিনেপ্লেক্স) মিরপুর, ঢাকা।
৩. (স্টার সিনেপ্লেক্স) বিজয় সরণি, ঢাকা।
৪. (স্টার সিনেপ্লেক্স) চট্টগ্রাম।
৫. (স্টার সিনেপ্লেক্স) রাজশাহী। 
৬. (লায়ন সিনেপ্লেক্স) জিঞ্জিরা, ঢাকা। 
৭. (চিত্রামহল) ঢাকা। 
৮. (ব্লক বাস্টার) যমুনা ঢাকা।
৯. (সেনা অডিটরিয়াম) ঢাকা।
১০. (চাঁদমহল, কাঁচপুর ঢাকা।
.১১. (আনন্দ) ঢাকা। 
.১২. (বিজিবি) ঢাকা।
.১৩. (মধুমিতা) ঢাকা।
.১৪. (সেনা অডিটরিয়াম) সাভার।
.১৫. (ছায়াবাণী) ময়মনসিংহ।
.১৬. (শাপলা) রংপুর। 
.১৭. (চন্দ্রিমা) শ্রীপুর।
.১৮. (চিত্রালি) খুলনা। 
.১৯. (মুন) মুক্তাগাছা, ময়মনসিংহ। 
.২০. (রাজ) কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
.২১. (রাধানাথ) শ্রীমঙ্গল, সিলেট। 
.২২. (আশা) মেলান্দহ, জামালপুর।
.২৩. (লাবনী) সাতক্ষীরা। 
.২৪. (শঙ্খ) খুলনা।
.২৫. (রূপকথা) শেরপুর। 
.২৬. (মধুমতি) ভৈরব, কিশোরগঞ্জ। 
.২৭. (ময়ূরী) বাগআঁচড়া, যশোর।
.২৮. (বাণী) আলেকজান্ডার, লক্ষ্মীপুর। 
.২৯. (অভিরুচি) বরিশাল। 
.৩০. (গৌরী) শাহাজাদপুর, সিরাজগঞ্জ।
.৩১. (রূপকথা) পাবনা।
.৩২. (সুগন্ধা) চট্টগ্রাম।
.৩৩. (তাজ) নওগাঁ।
.৩৪. (ছন্দা) হাসনাবাদ, নরসিংদী। 
.৩৫. (ক্লিওপেট্রা) ধুনট, বগুড়া।
.৩৬. (পান্নাহ) মুক্তারপুর, মুন্সীগঞ্জ।
.৩৭. (সবুজ) চরফ্যাশন, ভোলা। 
.৩৮. (মনিকা) সায়েস্তাগঞ্জ, সিলেট। 
.৩৯. (রাজমহল) চাঁপাইনবাবগঞ্জ। 
.৪০. (চলন্তিকা) ঘোপালদী, নারায়ণগঞ্জ। 
.৪১. (রাজতিলক) কাটাখালী, রাজশাহী। 
.৪২. (মল্লিকা) উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
.৪৩. (মৌচাক) ভাঙ্গুরা, পাবনা।
.৪৪. (নবিন) মানিকগঞ্জ।
.৪৫. (মণিহার) মাধবপুর, হবিগঞ্জ। 
.৪৬. (পূর্ণিমা) কোম্পানীগঞ্জ, কুমিল্লা। 
.৪৭. (ফাইভ স্টার) দেয়াবাড়ি, গাইবান্ধা। 
.৪৮. (গীত) ঢাকা।
.৪৯. (বনলতা) ফরিদপুর। 
.৫০. (মিলন) মাদারীপুর। 
.৫১. (রংধনু) নজিপুর, নওগাঁ। 
.৫২. (তাজ) গাইবান্ধা।
.৫৩. (মেহেরপুর) মেহেরপুর। 
.৫৪. (চিত্রবাণী) গোপালগঞ্জ।
.৫৫.  (তিতাশ) পটুয়াখালী। 
.৫৬. (ভাই ভাই) দেওয়ানগঞ্জ, জামালপুর। 
.৫৭. (নিউ মেট্রো) নারায়ণগঞ্জ। 
.৫৮. (রূপসী) ভোলা।
.৫৯. (সাধনা) রাজবাড়ী। 
.৬০. (মানসী) উলিপুর, লালমনিরহাট।
.৬১. (ঝুমুর) জয়দেবপুর, গাজীপুর। 
.৬২. (নন্দিতা) সিলেট। 
.৬৩. (অন্তরা) নালিতাবাড়ী, শেরপুর।
.৬৪. (চিত্রপুরী) আউলিয়ানগর, ময়মনসিংহ।
.৬৫. (পালকি) চান্দিনা, কুমিল্লা।
.৬৬. (সোনালী) টেকেরহাট, মাদারীপুর। 
.৬৭. (প্রিয়া) গৌরীপুর, ময়মনসিংহ।
.৬৮. (মডার্ন) দিনাজপুর। 
.৬৯. (তামান্না) সৈয়দপুর, নীলফামারী। 
.৭০. (সোনালী) ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। 
.৭১. (সোনিয়া) বগুড়া।
.৭২. (রোমা) ঝুমারবাড়ি, গাইবান্ধা।
.৭৩. (ঝংকার) বকশিগঞ্জ, জামালপুর। 
.৭৪. (আনন্দ) সোমেশ্বরনগর, মৌলভীবাজার। 
.৭৫. (মোহন) হবিগঞ্জ। 
.৭৬. (অন্তর) ফুলবাড়িয়া, ময়মনসিংহ। 
.৭৭. (মমতা) মাধবদী। 
.৭৮. (বৈশাখী) কালুখালী, রাজবাড়ী। 
.৭৯. (মোনামি) খোকসা, রাজবাড়ী। 
.৮০. (কথাচিত্র) কটিয়াদি, কিশোরগঞ্জ। 
.৮১. (দ্বীপাঞ্চল) রাজিনপুর, কুড়িগ্রাম।
.৮২. (নান্টুরাজ) চুয়াডাঙ্গা। 
.৮৩. (আলিম) মঠবাড়িয়া, পিরোজপুর। 
.৮৪. (আলিম) খেপুপাড়া, পটুয়াখালী। 
.৮৫. (রুপালি) পাঁচবিবি, জয়পুরহাট
.৮৬. (মধুমিতা) মাগুরা। 
.৮৭. (প্রিয়া) ঝিনাইদহ। 
.৮৮. (লক্ষ্মী) শ্যামনগর, সাতক্ষীরা। 
.৮৯. (ভাই ভাই) সখীপুর, টাঙ্গাইল। 
.৯০. (আয়না) আক্কেলপুর, জয়পুরহাট।
.৯১. (রাজিয়া) নাগরপুর, টাঙ্গাইল। 
.৯২. (মাধবী) মধুপুর, টাঙ্গাইল। 
.৯৩. (আলো ছায়া) শরীয়তপুর। 
.৯৪. (আনন্দ) গুরুদাশপুর, নাটোর। 
.৯৫. (পৃথিবী) জয়পুরহাট। 
.৯৬. (সোহাগ) ঘোড়াশাল, নরসিংদী। 
.৯৭. (অবসর) বিরামপুর, জয়পুরহাট। 
.৯৮. (শংখমহল) ডুমুরিয়া, খুলনা। 
.৯৯. (পলাশ) লাকসাম, কুমিল্লা।
.১০০. (লিপি) গলাচিপা, পটুয়াখালী।

LEAVE A REPLY