তারে হারিয়ে বুঝেছি সে কি ছিল আমার, মুক্তি পেল জেমসের গান

জেমস

অবশেষে তৃষ্ণার্ত হৃদয়ে জল। মুক্তি পেল জেমসের গান  ‘সবই ভুল।’ চাঁদরাতে মুক্তির কথা থাকলেও অপেক্ষার প্রহর শেষে ঈদের দিন সকালে মুক্তি পেয়েছে এই গান।

জেমস মানেই কবিতার মধ্যে সুরের তরঙ্গ, তারপর গান হয়ে সে চলে যায় হৃদয়ে, আলোড়ন; স্পন্দন।  আশির দশকের শেষভাগ থেকে জেমস যখন সেলুলয়েডে এলেন ফিলিংসের ‘স্টেশন রোড’ থেকে এককভাবে ‘অনন্যা’ কিংবা নব্বই দশকের প্রবেশপথে ‘জেল থেকে বলছি’- সে থেকে যে পথে চলেছেন জেমস সে পথের বিস্তৃতি বেড়েছে, বেড়েছে প্রস্ততা।

নওগাঁর পত্নীতলার ফারুক মাহফুজ আনাম দেশের গণ্ডি পেরিয়ে জেমস নামে হয়ে উঠেছেন আন্তর্জাতিক তারকা। জেমসের কণ্ঠের মাদকতায় এখনও কোটি তরুণ বুঁদ হয়, এখনো কনসার্টে দুষ্টু ছেলের দলের ঢল নামে; তরঙ্গায়িত হয় বিশাল জনরাশি। উত্তরীয় বাতাসে যেমনটা ঢেউ খেলে যায় ধানের খেতে, তেমনি আর্মি স্টেডিয়াম কিংবা কোনো জেলা স্টেডিয়ামে জেমসের কণ্ঠে এপার-ওপার প্রবাহিত হয় অজস্র উর্মিমালা। 

 দীর্ঘ বিরতিতে যখন শ্রোতারা তৃষ্ণার্ত, জেমসের কণ্ঠে ভাসতে চান, ভাসাতে চান; হৃদয় শীতল করতে চান- তখনই এগিয়ে এলো বসুন্ধরা গ্রুপ। জেমসের গান চাই। হ্যাঁ, জেমস যেমনটি চান, যতটা সময় চান, যেভাবে চান- তবুও জেমসের গান চাই। অব্বশেষে দ্বিতীয়বারের মতো ঈদে জেমসের গান মুক্তি পেল। 

 বসুন্ধরা এলপি গ্যাসের পৃষ্ঠপোষকতায় ‘সবই ভুল’ গানের কথা লিখেছেন যৌথভাবে জেমস ও বিশু শিকদার। সুর করেছেন জেমস নিজেই।

LEAVE A REPLY