বাবা-মাকে নিয়ে সিনেমা দেখবেন শাকিব খান

বাবা-মায়ের সঙ্গে শাকিব খান

অভিনয়জীবনে আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এর মধ্যে অভিনয়জীবনের শুরু থেকে ৪৬টির মতো ঈদ উৎসব পেয়েছেন শাকিব খান। তবে আজ পর্যন্ত কোনো ঈদে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে বসে তার কোনো ছবি দেখেননি শাকিব।

এবারই প্রথম বাবা-মাকে সঙ্গে নিয়ে ‘লিডার : আমিই বাংলাদেশ’ ছবিটি প্রেক্ষাগৃহে বসে দর্শকের সঙ্গে উপভোগ করবেন তিনি।

এবারের ঈদে দেশের ১০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’ ছবিটি। তপু খান পরিচালিত ছবিটি এরই মধ্যে আলোচনায় এসেছে। হল বুকিংয়েও সবচেয়ে বেশি এগিয়ে আছে ছবিটি। 

এ বিষয়ে শাকিব খান বলেন, ছবিটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো। আমি বিশ্বাস করি, প্রেক্ষাগৃহেও ছবিটি সবাই দারুণভাবে উপভোগ করবেন। তাইতো আমি মা-বাবা, বোন, আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবকে নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাব। বর্তমান প্রেক্ষাপটে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করবে আমাদের লিডার।

LEAVE A REPLY