ট্রেবল নিয়ে এখনই ভাবছেন না গার্দিওলা

শেফিল্ড ইউনাইটেডকে উড়িয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার প্রথম সেমিফাইনালে ৩-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। এই জয়ের পরই উঠে আসছে ট্রেবল প্রসঙ্গ। ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই ইতিহাস। দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এ কীর্তি গড়ার সামনে তারা।

এর আগে সেই ১৯৯৮/৯৯ মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। স্পেনের বার্সেলোনা ও জার্মানির বায়ার্ন মিউনিখ ট্রেবল জিতেছে দুইবার করে। এছাড়া আয়াক্স, পিএসভি আইন্দহোভেন, ইন্টার মিলানের মতো ক্লাব জিতেছে ট্রেবল। সেল্টিক তো ১৯৬৬/৬৭ সালে কোয়াড্রুপলও জিতেছে।

এখনই অবশ্য ট্রেবল নিয়ে কোনো কথা বলতে চান না সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা এফএ কাপ এবং প্রিমিয়ার লিগ জেতার পর আমি এটা (ট্রেবল) সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলব। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে আমরা ট্রেবল নিয়ে কথা বলতে শুরু করব। আমরা এখনো অনেক দূরে, অনেক দূরে।’

গার্দিওলা আরো বলেন, ‘এই অসাধারণ দেশে কতবার ট্রেবল হয়েছে? কত বছর? কত দল? এটা একটা। একবার। আমাদের প্রতিবেশীরা কত শতাব্দীতে এটা করেছে? আমি কি ট্রেবল নিয়ে রোমাঞ্চিত? মোটেও না।’

LEAVE A REPLY