নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ফের বড় বিক্ষোভ

বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে ইসরাইলের রাজধানী তেল আবিবের রাজপথে নেমেছে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা।

শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টোর ডানপন্থি সরকার ও দেশের বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা।  

এ বিক্ষোভে নেতানিয়াহুর মুখের ওপর ‘অপরাধমন্ত্রী’ লেখা একটি ব্যানার দেখা যায়। এছাড়াও বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক লেখা ব্যানার নিয়ে বিক্ষোভে জড়ো হন অনেকে।

চাপের মুখে গত মাসে বিচারব্যবস্থার সংস্কার থেকে সাময়িক পিছু হটার ঘোষণা দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্টে দেওয়া ভাষণে পিছু হটার ঘোষণা দিলেও সংস্কার প্রস্তাব বাতিলের ঘোষণা দেননি তিনি। ফলে ক্ষোভ আরও বাড়ছে দেশটিতে।

বিক্ষোভকারীদের দাবি, এ সংস্কার বাস্তবায়িত হলে সুপ্রিম কোর্টের রায়গুলো খুব সহজেই বাতিল করার ক্ষমতা পাবে নেসেট বা পার্লামেন্ট। অর্থাৎ, বিচারক নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ ও যেকোনো আইনি সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা পাবেন পার্লামেন্ট সদস্যরা।

শনিবার অনেক বাবা-মা সন্তানদের নিয়ে বিক্ষোভে এসেছিলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। একজন বলেন, পুরো পরিকল্পনা নিয়ে এখন যা ঘটছে তা ইসরাইলের গণতন্ত্রের জন্য সত্যিকার অর্থেই বিপদ। আর নেতানিহুয়ার এমন পরিকল্পনা পাস হয়ে গেলে দেশটিকে স্বৈরাচারের দিকে ঠেলে দেবে।

LEAVE A REPLY